03/14/2025 বিসিবি কর্মীদের ঈদ উপহার পাঠালেন সাকিব
নট আউট ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ১৯:২৪
সাকিব আল হাসানের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার৷ দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত সদস্য৷ তবে এর বাইরেও রয়েছে বেশ কিছু পরিচয়৷ তার মধ্যে সাকিব একজন উদ্যোক্তা, ব্যবসায়ী ও ক্রিকেট থেকে বিশ্রাম চাইলে কিংবা আইপিএল খেলতে গেলে সাধারণ মানুষের ভাষ্যতে দেশদ্রোহী৷ তবে দিন শেষে সাকিব সত্যিকারের মহৎ মানুষ৷
পবিত্র মাহে রমজান শেষে মুসলিম বিশ্ব মেতে উঠবে পবিত্র ঈদুল ফিতরের আনন্দে৷ তবে আনন্দ নিজের মত করে উৎযাপন করতে পারে না অনেকেই৷ কারনও খুব বেশি অজানা নয়৷ তাই কাছের মানুষদের ঈদ আনন্দ যেন মলিন না হয় তাই বিসিবিতে নিম্ন পদে কাজ করা মানুষদের জন্য ঈদ উপহার স্বরূপ ১০ লক্ষ টাকা বিসিবির কর্তাদের দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার৷
সাকিবের ঈদ উপহার পাওয়ার তালিকায় রয়েছে অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও মাঠকর্মীরা।মূলত সুশৃঙ্খলভাবে বন্টনের জন্য সাকিব নিজ হাতে স্টাফদের ঈদ উপহার না দিয়ে বিসিবির মাধ্যমে দিয়েছেন।
সদ্য প্রয়াত মোশাররফ রুবেলের চিকিৎসার জন্য সাকিব ভালোবেসে ১৫ লক্ষ টাকা রুবেলের পরিবারের হাতে তার ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এর মাধ্যমে তুলে দেন ৷
-নট আউট/এমআরএস