03/16/2025 নতুন চুক্তিতে সুখবর পেল বাবর বাহিনী
নট আউট ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ২১:৪৫
সমসাময়িক সময়ে দারুণ সময় কাটাচ্ছে পাকিস্তান ক্রিকেট। নিজেদের মাঠে সিরিজ আয়োজনে বিশ্বকে দেখাচ্ছে সফলতা। আগামী এক বছরে বড় বড় দলগুলো সিরিজ খেলতে সফর করবে বাবরদের দেশে। রমিজ রাজার বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় আয়ও বাড়ছে আগের তুলনায়। তাই খুব দ্রুতই সুখবর পাচ্ছে ক্রিকেট পাকিস্তানের চুক্তিতে থাকা খেলোয়াড়রা।
আগামী ৩০ জুন শেষ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির সময়সীমা। নতুন চুক্তিতে আসতে পারে বেশকয়েকটি পরিবর্তন। যেটি প্রায় প্রতিটি ক্রিকেট বোর্ডে হয়েই থাকে। তবে চুক্তির আগে পিসিবি সুখবর দিয়েছে ক্রিকেটারদের। নতুন চুক্তিতে প্রতি খেলোয়াড়ের বেতন বাড়বে ১০-১৫ শতাংশ।
রিজওয়ান নিয়মিত পারফর্ম করার কারণে সেভাবে একাদশে সুযোগ পাচ্ছেন না সরফরাজ আহমেদ। লম্বা সময় ধরে দলে নেই লেগ স্পিনার ইয়াসির শাহও।বর্তমানে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন সরফরাজ। এদিকে ইয়াসির রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। দলে জায়গা না পেলেও আসছে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা ধরে রাখতে পারেন তারা দুজন।
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মোহাম্মদ হারিস পিসিবির এমার্জিং ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হতে পারেন। অন্যদিকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং খুশদিল শাহ জায়গা পেতে পারেন সি ক্যাটেগরিতে।
-নট আউট/এমআরএস