03/12/2025 টেস্ট দলে মিরাজের বদলি নাঈম হাসান
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ০২:৫৯
স্পেশাল করেসপন্ডেন্ট: আঙুলের ইনজুরিতে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় টেস্টেও তার ফেরা অনিশ্চিত। যদিও নির্বাচকরা আপাতত প্রথম টেস্টের জন্যই চিন্তা করছেন। তাই প্রথম টেস্টে মিরাজের বদলি হিসেবে ডাক পেয়েছেন নাঈম হাসান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
গত ২৪ এপ্রিল বিকেএসপিতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। পরদিন ঢাকায় এক্সরে করার পর ধরা পড়েছে যে, তার আঙুলের হাড় কিছুটা নড়ে গেছে এবং আঙুলে চিড় রয়েছে। এখন পূর্ণ বিশ্রামে আছেন এ অফস্পিনার। দুই সপ্তাহ পর ব্যান্ডেজ খোলা হবে তার।
মিরাজ না থাকায় অফস্পিনার হিসেবে সম্ভাব্য বিকল্প ছিলেন নাঈমই। অনুমিতভাবেই দলে ডাক পেয়েছেন এ তরুণ অফস্পিনার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেছেন ২২ বছর বয়সী এ স্পিনার। বাংলাদেশের হয়ে ৭ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তিনি।অবশ্য গত কয়েক সিরিজে ইনফর্ম মিরাজের কারণেই সুযোগ পাচ্ছিলেন না নাঈম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে সেই মিরাজের বদলি হিসেবেই দলে ফিরলেন নাঈম।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস সাপেক্ষে)।
-নট আউট/এমজেএ/এমআরএস