03/15/2025 জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেট
নট আউট ডেস্ক
২৮ এপ্রিল ২০২২ ২১:৩৪
নিউজ ডেস্কঃ রাজশাহী জেলাকে হারিয়ে চতুর্থবারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল সিলেট জেলা। বুধবার কক্সবাজারে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২ উইকেটের জয় পেয়েছে সিলেট। এর আগে সিলেট সর্বশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে এই শিরোপা জিতেছিল।
বুধবার ফাইনালে রাজশাহীর দেওয়া ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪২ দশমিক ৪ বলে ২০৯ রানে ৮ উইকেট হারিয়েছিল সিলেট।
এরপর অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটি গড়ে দলকে শিরোপা জেতান সিলেটের আবু বকর ও অধিনায়ক মাহবুব হাসান। আবু বকর ৭৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। আর অধিনায়ক মাহবুব অপরাজিত থাকেন ১৮ বলে ৩৯ রান করে। এছাড়া ওপেনার মিজানুর রহমান সায়েমের ব্যাট থেকে আসে ৩৯ রান।
এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে রাজশাহী। অভিষেক মিত্র ৮৯, অধিনায়ক এজাজ আহমেদ রকি ৩৮ ও ইদ্রিস আলী ৩৪ রান করেন।
৬ ম্যাচে ২৯১ রান ও ২ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হয়েছেন সিলেটের আসাদুল্লাহ আল গালিব। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম।
-নট আউট/এমআরএস