03/14/2025 শেষ দিনে আলো ছড়ালেন আল-আমিন, বিজয়, তামিম
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২২ ০৬:১৫
স্পেশাল করেসপন্ডেন্ট: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০২১-২২ মৌসুমের বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হয়েছে। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার ইমরুল কায়েসের দলের কাছে শিরোপার ট্রফি হস্তান্তর করা হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চ্যাম্পিয়নদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। ২২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে লেজেন্ডস অব রুপগঞ্জ। প্রাইম ব্যাংক ২০ পয়েন্ট, আবাহনী ১৮, রুপগঞ্জ টাইগার্স ও গাজী ক্রিকেটার্স ১২ পয়েন্ট করে পেয়েছে।
আগের ম্যাচেই শেখ জামাল ট্রফি নিশ্চিত করে ফেলায় বৃহস্পতিবার লিগের শেষ দিনের তিনটি ম্যাচই আনুষ্ঠানিকতায় রুপ নিয়েছিল। শেষ দিনে চ্যাম্পিয়নদের গর্ব কিছুটা হলেও খর্ব করে দিয়েছে মাশরাফির রুপগঞ্জ। আল-আমিন হোসেনের বোলিং তোপে আজ মিরপুর স্টেডিয়ামে শেখ জামালকে ৮ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে তামিম ইকবালের সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই ভেন্যুর ৪ নম্বর মাঠে আবাহনী ৬৩ রানে জয় পেয়েছে রুপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে।
মিরপুরে আগে ব্যাট করা শেখ জামালের ইনিংস ৩৪.৪ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়। আল-আমিন একাই গুড়িয়ে দেন চ্যাম্পিয়নদের। ৮.৪ ওভারে ১ মেডেনসহ ৩১ রানে ৬ উইকেট নেন তিনি। ম্যাচ সেরাও হন ডানহাতি এ পেসার। ইমরুল সর্বোচ্চ ৫০, মুশফিক ২৫, সোহান ১৫ রান করেন। জবাবে ২৫.১ ওভারে ২ উইকেটে ১২০ রান তুলে জয় নিশ্চিত করে রুপগঞ্জ। সাব্বির ৩৬, রকিবুল অপরাজিত ৪০, নাঈম অপরাজিত ২৩ রান করেন।
বিকেএসপিতে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫৫ রান তুলেছিল প্রাইম ব্যাংক। তামিম-বিজয়ের ওপেনিং জুটিই তুলেছে ২১৫ রান। তামিম লিস্ট-এ ক্রিকেটে ২১তম সেঞ্চুরি তুলে নিলেও বিজয় ৪ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন।
বিজয় ৯৬ রানে (৮ চার, ৩ ছয়) আউট হন। তামিম ১৩৭ রান (১৩ চার, ৬ ছয়) করেন। মুমিনুল ২০, মিঠুন ৩৯, নাসির ২০, করিম জানাত ২০ রান করেন। গাজী ক্রিকেটার্সের মারাজ মাহবুব ৩টি, হাবিব মেহেদী ২টি উইকেট নেন। জবাবে ৪৭.৫ ওভারে ২৭৭ রানে অলআউট হয়ে যায় গাজী ক্রিকেটার্স। আল-আমিন জুনিয়র ৮৭, মেহেরব ৭১ রান করেন। তামিম ম্যাচ সেরার পুরস্কার পান।
আরেক ম্যাচে আবাহনী আগে ব্যাট করে ৯ উইকেটে ২৭৫ রানের স্কোর গড়ে। নাঈম শেখ ৩৯, আফিফ ৭৮, জাকের ৪৮, সাইফউদ্দিন ৪১ বলে অপরাজিত ৬২ রান করেন। জবাবে ৪৫.৫ ওভারে ২১২ রানে অলআউট হয় রুপগঞ্জ টাইগার্স। আরিফুল হক ৯৫, ইমরানুজ্জামান ৩৩ রান করেন। আবাহনীর সাইফউদ্দিন ৪টি, মোসাদ্দেক ৩টি উইকেট নেন। সাইফউদ্দিন ম্যাচসেরার পুরস্কার পান।
-নট আউট/এমজেএ/এমআরএস