03/13/2025 ব্যর্থতায় বাবর-রোহিতের অনন্য মিল
নট আউট ডেস্ক
৩০ এপ্রিল ২০২২ ২১:২৬
রাজনৈতিক কারনে পাকিস্তান ও ভারতের মিল নেই বহুদিন ধরেই। ক্রিকেট মাঠের লড়াইয়ে বৈশ্বিক আসর ব্যতীত তাদের লড়াই হয়না দীর্ঘসময়। দুই দেশেই রয়েছে দাপুটে দুই ব্যাটার। যারা ব্যাট হাতে প্রতিপক্ষকে শাসন করার পাশাপাশি বুদ্ধির লড়াইয়ে ব্যতিব্যস্ত রাখে বিপক্ষ দলকে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে প্রথম ৮ ম্যাচ টানা হেরেছে। অন্যদিকে পিএসএলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসও এবারের পিএসএলে টানা প্রথম ৮ ম্যাচে পরাজিত হয়েছিল।
দুই অধিনায়কদের পরিস্থিতির মধ্যে অনেকটা মিল খুঁজে পাচ্ছেন সাবেক পাকিস্তান তারকা রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে মুম্বাইকে নিয়ে করা এক ভিডিওতে তিনি বলেন, 'মুম্বাই কিন্তু করাচি কিংসের মতোই ফ্লপ করেছে। আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি এখন সবচেয়ে নীচে। পুরো ব্যাপারটাই অদ্ভুত! করাচি মোট ৯ ম্যাচ হেরেছিল, মুম্বাইও সেই পথেই এগিয়ে যাচ্ছে। রোহিত শর্মাও বাবর আজমের মতো দুর্ভাগ্যের শিকার হয়েছেন। '
রশিদের মতে, 'অধিনায়কত্বের চেয়ে বড় ব্যাপার হলো মুম্বাই কর্তৃপক্ষ যেভাবে দল তৈরি করেছিল, সেটাই তাদের সমস্যায় ফেলছে। আমার মতে, দলের মালিকদের হস্তক্ষেপ পরিস্থিতি খারাপ হয়েছে। তারা পান্ডিয়া ভাইদের ছেড়ে দিয়েছে, কুইন্টন ডি'কককে রাখেনি, ট্রেন্ট বোল্টকেও নেয়নি। ' তবে দলের ব্যর্থতার মধ্যেও বাবর আজম কিন্তু ব্যাট হাতে ১০ ম্যাচে ৩৪৩ রান করেছিলেন। কিন্তু মুম্বাই অধিনায়ক রোহিত ব্যাটার হিসাবেও ফ্লপ মেরেছেন। তাদের প্লে অফের আশাও শেষ হয়ে গেছে।
-নট আউট/এমআরএস