03/14/2025 শোয়েবের বাউন্সার যখন ডিভিলিয়ার্সের দুঃস্বপ্ন
নট আউট ডেস্ক
১ মে ২০২২ ০২:১৫
নিউজ ডেস্কঃ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলারদের একাজন পাকিস্তানের শোয়েব আখতার। গতির সাথে বাউন্সারের সংমিশ্রণে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের জটিল পরীক্ষায় ফেলতে পটু ছিলেন এই ডানহাতি বোলার। শোয়েবের এমন বাউন্সার ডিভিলিয়ার্সের কাছে দুঃস্বপ্ন বলে নিজেই শিকার করেন আফ্রিকান কিংবদন্তি।
শোয়েবের বাউন্সারে অনেক সময় খেলোয়াড়রা বড় ধরনের ইনজুরিতে পড়তো। মাঠেই রক্তাক্ত হওয়ার চিত্র রয়েছে বেশ কয়েকটি। বাউন্সের রাজা শোয়েবের অস্ট্রেলিয়ার বিপক্ষে করা এমনই একটি বাউন্সের ভিডিও সম্প্রতি টুইটারে পোস্ট করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে দেখা যায় শোয়েবের বাউন্স থেকে মাথা বাঁচাতে লাফিয়ে উঠেছেন শেন ওয়াটসন।
ওয়াটসন আবার সেটা শেয়ার করে লিখেছেন, 'আমার ২১তম জন্মদিন উৎযাপনের কি দারুণ একটা মুহূর্ত ছিল! শোয়েব আখতার, এটা খুব ভালো ছিল এবং এটার রক্তাক্তময় গতি ছিল।'
এই টুইটের রিপ্লাইয়ে যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তিনি জানিয়েছেন, শোয়েব আখতারের বাউন্স খেলার স্মৃতি এখনও তার জন্য দুঃস্বপ্ন। ভিলিয়ার্স লিখেছেন, 'অহ ভাই। এটা এখনও আমার দুঃস্বপ্ন।'
শোয়েব অবশ্য ভিলিয়ার্সের প্রশংসাই করেছেন। তিনি জানিয়েছেন, ভিলিয়ার্সও কম বোলারদের ঘুম হারাম করেননি। শোয়েব লিখেন, 'কাম অন এবি। তুমি নিজেই কত বোলারকে বিনিদ্র রজনী উপহার দিয়েছ। তোমার সঙ্গে আলাপচারিতা সবসময় আলাদা আনন্দ দেয়।'
এর উত্তরে ভিলিয়ার্স স্মৃতিচারণ করে লিখেছেন, 'হাহা গুড ওল্ড ডেজ। আমি যখন তোমাকে পুল করার সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি সুপারস্পোর্টস পার্কে প্রায় আমার পা ভেঙে দিয়েছিলে যখন আমার ২০ বছর বয়সের প্রথমদিক। বলটা যখন প্রথম ব্যাটে লেগেছিল আমি বুঝতে পেরেছিলাম আমার কতবড় ভুল হয়েছে (মজার ছলে)।'
-নট আউট/এমআরএস