03/14/2025 কন্যা সন্তানের নাম জানালেন তাসকিন
স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ২২:৫৪
নট আউট ডেস্কঃ গত ২৯ এপ্রিল দ্বিতীয়বার বাবা হয়েছিলেন তাসকিন আহমেদ। জন্ম নিয়েছিল তাসকিনের কন্যা সন্তান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা হওয়ার খবর দিয়েছিলেন ডানহাতি এই পেসার। এবার কন্যার নামও জানালেন তাসকিন।
সংবাদমাধ্যমকে জাতীয় দলের এই তারকা পেসার জানান, নবজাতকের নাম রাখা হয়েছে ফাতেমা আহমেদ তাইবা। কন্যা ও পরিবারের সব সদস্যের জন্য দোয়া চেয়েছেন তাসকিন।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেছিলেন তাসকিন। ২০১৮ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান। তাসফিন আহমেদ রিহানের জন্ম হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। ঈদুল ফিতরের আগে কন্যার আগমনে আনন্দের জোয়ার তাসকিনের পরিবারে।
ঈদের পরপরই কাঁধের চোটের চিকিৎসায় লন্ডন যেতে হচ্ছে তাসকিনকে। ৭ মে লন্ডনে যাবেন তিনি। ১০ মে ডাক্তার দেখাবেন। অস্ত্রোপচার না লাগলেও ইনজেকশন লাগতে পারে তাসকিনের। এই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না দ্রুতগতির এই পেসার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আবারও মাঠে ফেরার কথা রয়েছে তাসকিনের।
-নট আউট/এমজেএ/টিএ