03/13/2025 মিরাজের অভাব পূরণে দুইজন, সাকিবের বেলায় কতজন?
মশিউর রহমান শাওন
৪ মে ২০২২ ০৪:১৩
মশিউর রহমান শাওন: বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপণ সাকিব আল হাসান৷ মাঠ কিংবা মাঠের বাইরে নানান কারনেই থাকেন আলোচনার শীর্ষে৷ বল হাতে ঘূর্ণি কিংবা ব্যাট হাতে দাপটের সাথে সাকিব এখন স্নায়ু বুদ্ধিতে ব্যবসায়ীদের কাতারে৷ সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার শেষের পর এই অলরাউন্ডারের দায়িত্ব কে সামলিয়ে দেশকে পথ দেখাবে এটি সবচেয়ে বড় প্রশ্ন৷ তবে প্রশ্ন কিংবা শঙ্কা যেটিই থাকুক না কেন মিরাজ হতে পারে যোগ্য উত্তরসূরী এটি অনেকের ভাবনায় স্থান করে নিয়েছে ৷
সাকিব-তামিম অর্থ্যাৎ পঞ্চপান্ডবদের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয় দূর্বল পাইপলাইনে৷ এমন কথায় সমালোচনা-যুক্তি অনেক কিছুই বিদ্যমান থাকলেও এটিই চিরন্তন সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে দিন শেষে৷
ঈদের আনন্দে যখন আল্পুত পুরো দেশ তখন কিছুটা চিন্তার ছাপ টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে অধিনায়ক মুমিনুলের৷ এই অধিনায়ক হয়তো সবচেয়ে অভাগাদের মধ্যে একজন৷ দায়িত্ব নেওয়ার পর থেকে খুব বেশি ম্যাচে পুরো শক্তির কিংবা যাদের দাপটে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটে তাদের পাচ্ছেন না কোনভাবেই ৷
চলতি মাসের ৮ তারিখে দুই টেস্ট খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ তাসকিন, মিরাজের ইনজুরিতে কিছুটা বিপর্যস্ত টিম বাংলাদেশ৷ মিরাজের বিকল্প খুঁজতেও কিছুটা বেগ পেতে হয়েছে টিম ম্যানেজম্যান্টকে৷ তাই হয়তো নাঈম ইসলাম ছাড়াও আস্থা রাখতে হয়েছে মোসাদ্দেক এর উপরে৷ মোসাদ্দেক ডিপিএলে ভালো খেললেও দীর্ঘ ৩ বছরের বেশি সময় খেলেনি জাতীয় দলের টেস্ট দলে৷ এমন অবস্থায় পুরনো প্রশ্ন নতুনভাবে জোড়ালো হতেই পারে আর তা হলো সাকিবের অবর্তমানে কি হবে দেশের ক্রিকেটে৷
স্বাভাবিক প্রক্রিয়ায় একদিন নিশ্চিতভাবেই অবসরে যাবেন সাকিব আল হাসান৷ সাকিবের কথা কিংবা চাওয়াতে অনেকটাই স্পষ্ট খেলতে চান না টেস্ট ম্যাচ৷ তবুও দেশের প্রয়োজনে খেলে যাচ্ছেন দিনের পর দিন৷ তবে এমন ভাবেই বা কতদিন?
অনেকেই সাকিবের বিকল্প হিসেবে মিরাজকে কল্পনা করলেও সমস্যা আরও একটি জায়গায় ৷ সাকিবের অভাব মিরাজ পূরণ করলেও মিরাজের অভাব পূরণ কে? আপাতত এমন প্রশ্নের উত্তর তুলে রাখ যাক সূদূর ভবিষ্যতের জন্যই৷
-নট আউট/এমআরএস