03/13/2025 সংগ্রামী বাবার অবহেলিত সন্তান ক্রিকেটার বিপ্লব
মশিউর রহমান শাওন
৪ মে ২০২২ ১৯:২৯
মশিউর রহমান শাওন: কথায় আছে পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ থাকলেও খারাপ বাবা একটিও নেই৷ বাবা নামক বটবৃক্ষ যার পাশে রয়েছে তার সফলতা লাভ অনেক সহজ হয়ে যায়৷ এমন কথার বাস্তব মিল সমাজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷
বাবারা হয় সংগ্রামী৷ বড়লোক কিংবা নিম্নবিত্ত যেই শ্রেণির হোক না কেন সন্তানের ভালোর জন্য বাবাদের প্রচেষ্ঠা থাকে নিরলস৷ তেমনি কষ্ট করে ছেলেকে ক্রিকেটার বানিয়েছিলেন প্রয়াত আব্দুল কুদ্দুস৷ ছেলে ক্রিকেটার হলেও বর্তমানে বড্ড অবহেলিত কুদ্দুসের ছেলে আমিনুল ইসলাম বিপ্লব৷
ভারতের মোহাম্মদ সিরাজ ও বাংলাদেশী আমিনুল ইসলাম বিপ্লবের মধ্যে মিল রয়েছে যথেষ্ঠ৷ দুজনেই যেমন ক্রিকেটার তেমনি দুজনের বাবার পেশাও ছিল একই৷ আবার দুজনেই হারিয়েছেন প্রিয় বাবাকে৷ এত মিলের মধ্যেও সবচেয়ে বড় অমিল সিরাজ যেখানে ভারতের আস্থা সেখানে এই বাংলায় বিপ্লব শুধুই খেলনা৷ খেলনা শুধু বিপ্লব নয়, বিপ্লবের মত যারা লেগ স্পিনের সাথে সম্পর্কিত তারা সবাই অবহেলিত৷
ভারতীয় সিরাজের বাবা ঐ সপ্তআকাশে বসে ছেলের বিজয় উৎযাপন দেখে শুকরিয়া করেন হয়তো নিজ প্রভুর কাছে৷ অপরদিকে বিপ্লবের পরিশ্রান্ত চেহারায় কষ্ট আরও বেড়ে যায় হয়তো আব্দুল কুদ্দুসের৷
রাজধানীর খিলগাঁও এলাকায় ছোট্ট একটি ফ্ল্যাটে ৫ সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করতেন বিপ্লব পরিবার। সিএনজি চালিয়ে সংসারের ভরনপোষণই দায়, সেখানে ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন বিলাসিতা হলেও বিলাসিতাকে বাস্তব করেছেন তিনি।
বিপ্লবের বাবার স্বপ্ন ছিল সন্তানকে ক্রিকেটার বানাবেন৷ নিজের স্বপ্ন পূরণ হয়েছিল দ্রুতই৷ বিপ্লব নিজেও পরিশ্রম করেছিলেন বিশ্বসেরা ব্যাটার হওয়ার৷ তবে বল হাতে লেগ স্পিন ভেলকি দেখানো তার জন্য হয়ে ওঠলো অবহেলার কারন৷ টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে সকলে তাকে স্বপ্ন দেখালেও সেই স্বপ্নের কিংবা প্রতিশ্রুতির কথা মনে করে হয়তো আকাশপানে তাকিয়ে কাঁদেন বিপ্লব৷
২১ বছর বয়সি লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব বাংলাদেশের পক্ষে ৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৭.৬০ গড়ে উইকেট পেয়েছেন ১০ টি।
ভারতের বিপক্ষে তাদের মাটিতে টি টুয়েন্টি ম্যাচ জয়ে বিপ্লবের অবদান ছিল অনেক৷ এরপর পুরো বাংলাদেশ জুবায়ের হোসেন লিখনের পর আশা বুনেছিল আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে৷ তবে অজানা কারনে বর্তমানে দলে নেই এই বোলার৷ আক্ষেপ বেড়েছে ক্রিকেট প্রেমীদের৷
-নট আউট/এমআরএস