03/13/2025 ভালো খারাপের সংমিশ্রণে ক্রিকেটারের জীবন: তাসকিন
নট আউট ডেস্ক
৫ মে ২০২২ ০৩:৪০
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমান সময়ে সেরা পেসারদের একজন তাসকিন আহমেদ৷ ডান হাতি এই বোলার বল হাতে যেমন প্রতিপক্ষকে শাসন করছেন ঠিক তেমনি দেশ মাতৃকার কারনে হাসিমুখে না বলছেন আইপিএলকে৷
ক্রিকেটারদের জীবনে আলোচনা-সমালোচনা নির্মম বাস্তবতা৷ ভালো করলে যেমন আকাশ সমান প্রশংসা তেমনি খারাপ করলে তার থেকেও বেশি সমালোচনা৷ অফ ফর্মের কারনে ২০১৯ বিশ্বকাপ খেলতে না পারা তাসকিন নিজেকে গুছিয়ে নিয়েছেন এমন ভাবে যার ফলে তরুণদের জন্য বড় আইডল হয়েছেন দেশের মধ্যে৷
নিজের ও একজন ক্রিকেটারের ক্যারিয়ারের ভালো মন্দের আলাপকালে দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পত্রিকাকে তাসকিন বলেন, ‘কখনও ভালো খেলব, কখনও খারাপ খেলব। ক্রিকেটারের জীবন এটাই। তবে মনোযোগ সবসময় অটুট রাখতে হবে। প্রতিদিন এক ভাগ হলেও যেন উন্নতি করতে পারি। আমি কীভাবে নিজেকে আরও ভালো করতে পারব সেখানেই সব মনোযোগ।
তাসকিন নিজেকে যেভাবে প্রত্যাবর্তন করেছেন তাতে করে কোন কিছুর অনুপ্রেণার জন্য বাইরের ক্রিকেটারকে অনুসরণ করতে হবে না৷ একটা সময় অনেকে পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরের ফিরে আসাকে অনুপ্রেরণা মানলেও অনেকে এখন হাসিমুখে সেই জায়গায় তাসকিনকে বসাতেই পারে৷
-নট আউট/এমআরএস