03/14/2025 ধোনি-কোহলির লড়াইয়ের দিনে পূর্ণতা পেল প্রেম
নট আউট ডেস্ক
৫ মে ২০২২ ২৩:৪৭
নট আউট ডেস্কঃ কথায় আছে যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজা চলে যায়।প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে। প্রেমের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই । তবে যাই হোক না কেন প্রতিটি জিনিসের পূর্ণতায় রয়েছে প্রাপ্তি। তেমনি আইপিএলে ধোনি-কোহলীর লড়াইয়ের দিনে তরুণীর প্রস্তাবে তরুণ রাজি হয়ে তা পরিণত হলো প্রেমিকা-প্রেমিকাতে।
খেলা চলাকালীন গ্যালারিতে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিককে। তখন চেন্নাই সুপার কিংস রান তাড়া করছিল। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হঠাৎই দেখা যায়, এক তরুণী হাঁটু মুড়ে বসে রয়েছেন। সামনে এক তরুণ দাঁড়িয়ে। ছেলেটির গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি। মেয়েটি পরে ছিলেন লাল রঙের টি-শার্ট।
মেয়েটি একটি আঙটি বের করে ছেলেটিকে বিয়ের প্রস্তাব দেন। জিজ্ঞেস করেন, তিনি তাঁকে বিয়ে করতে চান কি না। ছেলেটি প্রথমে অবাক হয়ে যান। প্রথমে বুঝে উঠতে পারেননি কিছু। তারপর তিনি হাসতে শুরু করেন। শেষ পর্যন্ত মেয়েটি ওই আঙটি ছেলেটির হাতে পরিয়ে দেন।
বুধবারের ম্যাচে বেঙ্গালুরু ১৩ রানে হারায় চেন্নাইকে। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু চতুর্থ স্থানে উঠে এল।
-নট আউট/এমআরএস