03/14/2025 গতির সাথে কাজে লাগাতে হবে মেধা!
নট আউট ডেস্ক
৭ মে ২০২২ ২১:৩৯
নট আউট ডেস্কঃ চলতি আইপিএলে বড় বিজ্ঞাপন উমরান মালিক। গতির জন্য আলাদা সুনাম থাকলেও প্রতি ম্যাচে অতিরিক্ত রান দেওয়ার কারনে কিছুটা সমালোচিতও এই বোলার। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে (১৫৬.৯ কিমি গতিবেগে) বল করার রেকর্ড নিজের করে নিয়েছেন মালিক। তবে ম্যাচে রানের লাগাম টেনে ধরতে না পারলে গতিতে খুব বেশিদূর যেতে পারবে না বলে মনে করেন ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিং। তাই বেশকিছু বিষয়ে দূর থেকেই পরামর্শ দিয়েছেন প্রতাপ।
রুদ্র প্রতাপ বলেন, নিশ্চিতভাবে আইপিএল বড় মঞ্চ। উমরান নিজেকে দারুণভাবেই প্রস্তুত করেছে। তবে গতির সাথে তাকে আরও বেশি মেধাবী হতে হবে। কারন সে পাওয়ার প্লে'তে বোলিং করতে আসলেই খরুচে বোলিং করছে। স্লগ ওভারেও এমনটা করছে। তাকে আরও অনেক উন্নতি করতে হবে।'
প্রতাপ সিং আরও বলেন' গতিই সবকিছু নয়। আপনি যদি পেসার হন, তাহলে গতি থাকাটা দারুণ। সেই সাথে আপনার দক্ষতাও থাকা লাগবে। আপনার জানা লাগবে, কোন ব্যাটারকে আপনি কোন ধরনের বল করতে চান।'
বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে খুব সহজে একজন বোলার ও একজন ব্যাটারের শক্তির জায়গা উপলব্ধি করতে পারেন দায়িত্বে থাকা মানুষজন। তাই নিঁখুতভাবে কোন কাজ করতে না পারলে মাঠের লড়াইয়ে টিকে থাকা অনেকটা দুস্কর।
আসরে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে এক ম্যাচে পাঁচ উইকেট এবং আরেকটি ম্যাচে চার উইকেট করে নেন ২২ বছর বয়সী ডানহাতি এই পেসার।
-নট আউট/এমআরএস