03/14/2025 হাসারাঙ্গার পাঁচে, টেবিলের চারে ব্যাঙ্গালুরু
নট আউট ডেস্ক
৯ মে ২০২২ ০৯:০২
নট আউট ডেস্কঃ শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের লিগ পর্বের লড়াই। ইতিমধ্যে প্রায় প্রত্যেক দলই খেলে ফেলেছে দশের অধিক ম্যাচ। গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স বাদে বাকিরা এখনো লড়ছে প্লে-অফের জন্য। তাই প্রত্যেকটা ম্যাচ দলগুলোর জন্য হয়ে উঠছে মহাগুরুত্বপূর্ণ।
রবিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে-অফের দৌড়ে টিকে থাকা এই দুই দলের জন্য ম্যাচটি ছিল সমান গুরুত্বপূর্ণ। যদিও মাঠের খেলার ব্যাঙ্গালুরু কাছে পাত্তাই পায়নি হায়দ্রাবাদ। আগে ব্যাট করে অধিনায়ক ফাফ ডু প্লেসিস-দিনেশ কার্তিকদের ঝড়ো ব্যাটিংয়ে ১৯২ রানের পাহাড় গড়ে ব্যাঙ্গালুরু। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার আগুনে বোলিংয়ে ১২৫ রানেই গুটিয়ে যায় হায়দ্রাবাদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট শিকার করে হাসারাঙ্গা। ৬৭ রানের দুর্দান্ত জয়ে টেবিলের চারে এখন ফাফ ডু প্লেসির দল।
১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের প্রথম ওভারেই হায়দ্রাবাদ হারায় দুই ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসনের উইকেট। দু'জনের কেউই পারেনি রানের খাতা খুলতে। এরপর আর ম্যাচে ফেরা হয়নি হায়দ্রাবাদের। তৃতীয় উইকেটে এইডেন মার্করামকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন রাহুল ত্রিপাঠি।
এরপরেই হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে পথ হারায় হায়দ্রাবাদ। শুরুটা এদিন এই লেগি করেন এইডেন মার্করামকে দিয়ে। এরপর একে একে ফেরান নিকোলাস পুরান, জগদ্বীশ, শাহরুখ খানদের। উমরান মালিককে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন পাঁচ উইকেট। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় হায়দ্রাবাদ। মাঝে রাহুল ত্রিপাঠির পঞ্চাশোর্ধ রানের ইনিংস কমিয়েছে কেবল হারের ব্যবধান।
শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ১২৫ রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। ফলে, ৬৭ রানের জয়ে প্লে-অফের আশা টিকে থাকল ব্যাঙ্গালোরের। দলটির পক্ষে ১৮ রানে পাঁচ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। জস হ্যাজেলউড নেন দুইটি উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোরে ইনিংসের প্রথম বলেই হারায় কোহলির উইকেট। ব্যর্থতার সমুদ্রে হাবুডুবু খাওয়া কোহলি, এই নিয়ে চলতি আইপিএলে তৃতীয়বার ফিরলেন কোন রান না করেই। এরপর অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও রজত প্রতিধারের ব্যাটে বড় লক্ষ্যের দিকে ছুটে ব্যাঙ্গালোরে। দ্বিতীয় উইকেটে এই দু'জন মিলে গড়েন শতাধিক রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন ডু প্লেসি। ৪৮ রান করা প্রতিধারের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর ম্যাক্সওয়েলকে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ফাফ।
পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে ৩৩ রানে ম্যাক্সওয়েলের বিদায়ের পর, নেমেই ঝড় তোলেন দিনেশ কার্তিক। চার ছক্কায় মাত্র ৮ বলেই কার্তিক করেন ৩০ রান। আর তাতেই রান পাহাড়ে চড়ে ব্যাঙ্গালোরে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে দলটি। ৮টি চার ও ২টি ছক্কায় ৫০ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন ফাফ ডু প্লেসি।
-নট আউট/টিএ