03/14/2025 বাংলাদেশের উইন্ডিজ সফরের সম্ভাব্য সূচি প্রকাশ
নট আউট ডেস্ক
১০ মে ২০২২ ০৫:২৭
নট আউট ডেস্কঃ চলতি বছরের জুন মাসে বাংলাদেশ ক্রিকেট দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে। সেখানে ২ টেস্টের পাশাপাশি টিম টাইগার খেলবে ৩ টি-টুয়েন্টি ও ৩টি একদিনের ম্যাচ। এই সফরের প্রস্তুতি ম্যাচে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন ডিপিএলে ইতিহাস তৈরী করা এনামুল হক বিজয়। এছাড়া ভালো খেলার ফল স্বরূপ রাখা হয়ে নাঈম ইসলামকে।
বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দলের সম্ভাব্য সূচি অনুযায়ী ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। একই মাসের ২৪ তারিখে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় শুরু হবে সন্ধ্যা ৭টায়। সফরের তিন টি-টুয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২,৩ ও ৭ জুলাই। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে ১০ জুলাই অনুষ্ঠিত হবে ১ম ওয়ানডে। এরপর ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ও টি-টুয়েন্টিতে পিছিয়ে থাকলেও তামিমের নেতৃত্বে একদিনের ক্রিকেটে রয়েছে দারুণ ছন্দে। সর্বশেষ সিরিজে আফ্রিকার মাটিতে এসেছে দাপুটে জয়।
একনজরে বাংলাদেশের উইন্ডিজ সফরের সম্ভাব্য ম্যাচ সূচি:
প্রথম টেস্টঃ ১৬-২০ জুন (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)
দ্বিতীয় টেস্টঃ ২৪-২৮ জুন (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)
প্রথম টি-টুয়েন্টিঃ ২ জুলাই (বাংলাদেশ সময় রাত ৮টা)
দ্বিতীয় টি-টুয়েন্টিঃ ৩ জুলাই (বাংলাদেশ সময় রাত ৮টা)
তৃতীয় টি-টুয়েন্টিঃ ৭ জুলাই (বাংলাদেশ সময় রাত ৮টা)
প্রথম ওয়ানডে: ১০ জুলাই (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
দ্বিতীয় ওয়ানডে: ১৩ জুলাই (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
তৃতীয় ওয়ানডে: ১৬ জুলাই (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
-নট আউট/এমআরএস