03/13/2025 ঝড়- বৃষ্টিতে বন্ধ শ্রীলংকা ও বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ!
নট আউট ডেস্ক
১০ মে ২০২২ ২০:৫৯
বৃষ্টিতে বন্ধ হয়েছে বিসিবি একাদশ ও শ্রীলংকা মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচ। বিকেএসপির ৩ নাম্বার মাঠে সকাল ১০ টায় শুরু হয় দুই দিনের লড়াই। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকার। বিসিবি একাদশের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বোলিংয়ে শুরুতেই দিমুথ করুনারত্নের উইকেট তুলে নেয় স্বাগতিকরা। ক্যাচ লুফে নেন এনামুল হক বিজয়।
বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ৮ ওভারে শ্রীলংকা ক্রিকেট দল ১ উইকেট সংগ্রহ করে ১৪ রান।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।
বিসিবি একাদশ স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিত হাসান এবং আবু জায়েদ চৌধুরী রাহী।
-নট আউট/এমআরএস