03/13/2025 এইচপির ক্যাম্পে ডাক পেলেন ২৭ ক্রিকেটার
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ০৭:৪৯
স্পেশাল করেসপন্ডেন্ট: চলতি বছরের বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার। প্রায় চারমাস ব্যাপী এইচপি ক্যাম্প চলবে। কক্সবাজারে আগামী ১৪ মে শুরু হবে ক্যাম্প। কক্সবাজারের বাইরে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ক্যাম্প।
মিরপুর স্টেডিয়ামে রিপোর্ট করার পর ১৪ মে পুরো দল চলে যাবে কক্সবাজার। সমুদ্র তীরে ১৫ মে থেকে ১ জুন চলবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। সিলেটে ২ জুন থেকে ৬ জুলাই হবে স্কিল ক্যাম্প। ১০ দিন বিরতির পর ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম, ঢাকায় স্কিল ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা।
এবারের এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন; তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির হোসেন, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা (ব্যাটসম্যান), শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান (পেস বোলার), রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব (লেগ স্পিনার), আকবর আলী (উইকেটকিপার)।
-নট আউট/এমজেএ/টিএ