03/13/2025 জাতীয় দলে থিতু হতে ভ্যারিয়েশন আয়ত্বের চেষ্ঠা করছি: রাজা
নট আউট ডেস্ক
১২ মে ২০২২ ০২:০২
নট আউট ডেস্ক: ঘরের মাঠে কিছুটা হতাশা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ৷ তাসকিন, মিরাজের ইনজুরির পর সাকিবের করোনা শনাক্ত ভালোই প্রভাব ফেলবে তা তা বলার অপেক্ষা রাখে না৷ তবে পরিস্থিতি যাই থাকুক লড়াই চালিয়ে যেতে হবে অদম্য আত্মবিশ্বাস নিয়ে৷ টাইগার পেসার রেজাউর রহমান রাজা মনে করেন যেহেতু বিশ্বমানের খেলোয়াড়দের আমরা পাচ্ছি না তাই যারা আছি তাদের দৃঢ় চেষ্ঠা করতে হবে৷
সর্বশেষ বেশ কয়েকটি সিরিজ ধরেই দলে থাকলেও জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি এই পেসারের। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে ভ্যারিয়েশনও লাগবে।
এ প্রসঙ্গে রাজা বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আপনার ভ্যারিয়েশন থাকতে হবে। আমি যেমন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং করার চেষ্টা করছি। কোচদের সঙ্গে যেহেতু নতুন কাজ শুরু করেছি, দেখা যাক চেষ্টা করব এগুলো কেমনে আয়ত্বে আনা যায়।'
বেশ অনেকদিন ধরেই সাদা পোশাকে কোনো ম্যাচ খেলেননি মুস্তাফিজুর রহমান। যদিও তাসকিনের অবর্তমানে তাকেই সবচেয়ে বেশি মিস করবে বাংলাদেশ। রাজা জানিয়েছেন, তার মতো একজন বিশ্বমানের বোলারকে মিস করাই স্বাভাবিক।
রাজা বলেন, 'দেখেন, একটা জিনিস। মুস্তাফিজ ভাই হচ্ছে বিশ্বমানের বোলার। উনি দলে থাকা মানে আমাদের আলাদা একটা শক্তি। যেহেতু নাই, আমরা যারা আছি চেষ্টা করব...।'
'অবশ্যই মিস তো করছি, যেহেতু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। উনি থাকলে উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। যেহেতু উনি বিশ্ব মানের বোলার, উনি যেকোনো কন্ডিশনের জন্যই বেস্ট বোলার আমার যেটা মনে হয়।'
-নট আউট/এমআরএস