03/13/2025 খেলার সম্ভাবনা আছে, শুনতেছেন মোসাদ্দেক
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ০৪:২১
স্পেশাল করেসপন্ডেন্ট: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বাংলাদেশের জয় মাত্র একটি। ২০১৭ সালে শততম টেস্টে জিতেছিল টাইগাররা। পি সারা ওভালে ওই ম্যাচেই অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রথম ইনিংসে ৭৫ রানের ইনিংসও খেলেছিলেন এ তরুণ। তারপর মাত্র ২ টেস্ট খেলেই বাদ পড়েন মোসাদ্দেক।
তিন বছর পর আবারও টেস্ট দলে ফিরেছেন এ ডানহাতি অলরাউন্ডার। আবারও সামনে শ্রীলঙ্কা দল। ঘরের মাঠে এই সিরিজে সর্বশেষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। দলে আসার পর থেকেই নাকি এ তরুণ অলরাউন্ডার শুনতে পাচ্ছেন যে, আসন্ন দুই টেস্টে বাংলাদেশের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তার। তাই সুযোগ পেলে কি করবেন, এসব নিয়েই ভাবছেন মোসাদ্দেক।
টেস্ট সিরিজ নিয়ে পরিকল্পনা জানতে চাইলে বুধবার বিকেএসপিতে মোসাদ্দেক বলেন, ‘যখন জানতে পেরেছি যে আমি স্কোয়াডে আছি তখন থেকেই টুকটাক একটু শুনতেছিলাম যে হয়তো একটা খেলার সম্ভাবনা আছে। তো ওই সময় থেকেই একটা পরিকল্পনা তো নিজের মধ্যে কাজ করতেছিল যে কিভাবে খেলবো বা আমার কি কি রোল আসতে পারে বা আমি কিভাবে দলে অবদান রাখবো। অবশ্যই সেটার একটা পরিকল্পনা আছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টেস্ট দলের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে রাখা হয়েছিল মোসাদ্দেককে। ঘরোয়া ক্রিকেটে সাদা বলে পারফর্ম করলেও সুযোগ পেয়েছেন লাল বলের ক্রিকেটে। তাকে ছাড়াই চট্টগ্রামে টানা কয়েকদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল।
প্রস্তুতি ম্যাচে মোসাদ্দেককে পাঠানো হয়েছে কিছুটা অনুশীলনের জন্য। বৃষ্টিতে ওই আশা পূরণ হয়নি। চট্টগ্রামে দলের সঙ্গে ২ দিন অনুশীলনের সুযোগ পাবেন মোসাদ্দেক। খুব বড় কোনো পরিবর্তন না হলে সিরিজের প্রথম টেস্টের একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
টিম কম্বিনেশনের কারণে তিন টেস্ট খেলেই বাদ পড়েছিলেন মোসাদ্দেক। বুধবার এ তরুণ বলেন, ‘আমি যখন শুরু করছি টেস্ট ক্রিকেট ওই সময় থেকে ভালো, এখন পর্যন্ত যেখানেই খেলছি সেখানেই ভালো খেলার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনকভাবে টিম কম্বিনেশনের কারণ হয়তো আমার জায়গা হয়নি। আবার সুযোগ আসছে, আমি চেষ্টা করবো এটা যেন ধরে রাখতে পারি।’
নতুন করে আরেকটা সুযোগ এসেছে, এবার নিজের সেরাটা দিতে চেষ্টা করবেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘অবশ্যই, টিম ম্যানেজমেন্ট এভাবেই হয়তো চিন্তা করছেন এবং আমার যদি দায়িত্বটা আসে অবশ্যই আমি সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
--নট আউট/এমজেএ/টিএ