03/13/2025 অস্ত্রোপচার লাগছে না তাসকিনের
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ২১:০১
স্পেশাল করেসপন্ডেন্ট: কাঁধের চোটের কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরতে হয়েছিল তাসকিন আহমেদকে। একই কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। ইনফর্ম, ফিট এই পেসারকে না পাওয়ার আক্ষেপটা বাংলাদেশ শিবিরের সর্বত্রই বিরাজ করছে।
এই কাঁধের চিকিৎসার জন্যই গত ৬ মে লন্ডনে গিয়েছেন তাসকিন। সেখানে ১০ মে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তিনি। ১১ মে চিকিৎসকদের দেয়া সব টেস্ট করিয়েছেন। টেস্টের রিপোর্টগুলো হাতে পাওয়ার পর অবশ্য বেশ নির্ভার তাসকিন। কারণ বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তার কাঁধে অস্ত্রোপচারও করাতে হবে না। ইনজেকশন দেয়া লাগবে, সাথে চলবে রিহ্যাব। এর মাধ্যমেই সুস্থ হবেন ডানহাতি এই ফাস্ট বোলার।
হোয়াটসঅ্যাপের ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন। বুধবার রাতে তিনি বলেছেন, ‘কাঁধে হালকা সমস্যা আছে। এখন ইনজেকশন এবং রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি এর মাধ্যমে ঠিক না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অপারেশন লাগবে।’
বর্তমানে লন্ডনে তাসকিনের সঙ্গে রয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সার্বিক বিষয়গুলো তিনিই দেখভাল করছেন।
তবে এখনও জানা যায়নি তাসকিন কতদিনের মধ্যে সুস্থ হবেন এবং কতদিনের মধ্যে বোলিংয়ে ফিরতে পারবেন। চিকিৎসক ও বোর্ডের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো ঠিক করবেন দেবাশীষ চৌধুরী।
নট আউট/এমজেএ/এমআরএস