03/13/2025 সাকিবকে বাড়তি বোঝা দিতে চাইনা: পাপন
নট আউট ডেস্ক
১৪ মে ২০২২ ০১:১১
নট আউট ডেস্ক: নিজেদের মাটিতে সাদা পোষাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলের বিপক্ষে জয় থাকলেও বিজয়ের সুখস্মৃতি নেই শ্রীলংকার বিপক্ষে৷ তবে এবার যখন স্বপ্ন ছিল সুবিশাল তখনই কিছুটা দিশেহারা অবস্থা টাইগার শিবিরের৷ তাসকিন, মিরাজের পর শঙ্কা রয়েছে সাকিবকে নিয়ে৷
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয় বিশ্বসেরা এই অলরাউন্ডার৷ এমন দুঃসময়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমাদের কপাল খারাপ, যখন দরকার তখন সাকিবকে পাইনা৷ তার দিন দুয়েক পরে আজ সাকিবকে নিয়ে বিসিবি প্রধান বলেন, সাকিবের উপর অতিরিক্ত বোঝা দিতে চাইনা৷
সাকিবের সুস্থতা প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘হয়তো ও খেলবে, হয়তো খেলবে না। বলা মুশকিল। এটা ওর নিজের, দলের ও অনেক কিছুর ওপর নির্ভর করে। টি-টোয়েন্টি, ওয়ানডে হলে বলতাম খেলো। কিন্তু এটা তো টেস্ট।
তিনি আরও যোগ করেন, আমরা চাই না ওর ওপর বাড়তি বোঝা হোক বা ক্ষতির কারণ হোক। ওকে স্বাধীনতা দেওয়া আছে। ও যদি খেলতে চায় অবশ্যই খেলবে। ওকে তো না করার কোনো সুযোগ নেই। অনুশীলন করুক, অনুশীলন করে যদি মনে করে খেলতে পারবে এবং ফিটনেস ট্রেনার যদি ছাড়পত্র দেয়, তাহলে খেলবে।’
সাকিবের করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় ক্রিকেট পাড়ায় মূলত খুশির বার্তা পৌঁছে যায়৷ সাকিবও খুব দ্রুত চট্টগ্রামে যোগ দিবেন দলের সাথে৷ খেলতে পারেন প্রথম টেস্টেও৷
-নট আউট/এমআরএস