03/13/2025 আগামী সপ্তাহেই উইন্ডিজ সফরের দল ঘোষণা
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ০৬:৫৮
স্পেশাল করেসপন্ডেন্টঃ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে তিন ফরম্যাটেই স্বাগতিকদের বিরুদ্ধে খেলবে টাইগাররা। আগে দুই টেস্ট, পরে তিনটি করে টি- টোয়েন্টি ও ওয়ানডে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের মাঝেই উইন্ডিজ সফরের দল ঘোষণা করা হবে। নির্বাচকরা দল নিয়ে কাজও করছেন। আগামী সপ্তাহেই ক্যারিবিয়ানগামী দলটা ঘোষণা করতে পারেন নির্বাচকরা। ৬ জুন বাংলাদেশ দল দেশ ছাড়বে।
চট্টগ্রামে শুক্রবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। উইন্ডিজ সফরের দল নিয়ে আজ তিনি বলেছেন, ‘আমরা (দল) প্রায় এগিয়ে রেখেছি। ওখানে তিনটা ফরম্যাট আছে। আর যেহেতু লজিস্টিকের একটা বিরাট কাজ আছে আর সে হিসেবে আমরা আগে থেকে এগিয়ে রাখছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে তিন ফরম্যাটের স্কোয়াড দিয়ে দিব।’
ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। তাই টি-২০ দলটাতে থাকবে বিশ্বকাপ দলের পরিকল্পনার ছাপ। এই দলের ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপে যেতে চায় টিম ম্যানেজমেন্ট।
নান্নু এ প্রসঙ্গে বলেছেন, ‘অবশ্য প্রস্তুতির জন্য আমাদের হাতে বেশি ম্যাচ নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজ আছে। তারপর এশিয়া কাপ, তারপর ওয়ার্ল্ডকাপ। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে। দল তো দ্বিতীয় টেস্টের মাঝেই দিতে হবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা জায়গা যেখানে লজিস্টিকের অনেক কাজ থাকে।’
-নট আউট/এমজেএ/টিএ