03/15/2025 রিভিউয়ে সফল হতে সাপোর্ট প্রয়োজন: মুমিনুল
ডেস্ক রিপোর্ট
১৫ মে ২০২২ ০১:১৫
নট আউট ডেস্ক: সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ২০১৯ সালে সাদা পোষাকের দায়িত্ব কাঁধে আসে মুমিনুল হকের৷ শুরু থেকে এখন পর্যন্ত খুব নেতৃত্বে খুব ভালো করতে না পারলেও হারিয়েছে নিউজিল্যান্ডকে৷ ব্যাট হাতেও বারংবার ব্যর্থ হলেও চিন্তিত নন বলে জানায় এই নেতা৷ রিভিউ নিতেও মাঝে মধ্যেই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা মুমিনুল বলেন রিভিউয়ে সফল হতে প্রয়োজন সাপোর্ট৷
সর্বশেষ সিরিজেও সঠিক সময়ে রিভিউ না নেওয়ার খেসারত দিতে হয়েছে পুরোদলকে৷ আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মুমিনুল ৷ তিনি রোবট নন বলেও মন্তব্য করেন৷
মুমিনুল বলেন,“আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝেমাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিৎ। মাঝেমধ্যে হয়ত হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এজন্য আমার কিছু সাপোর্টও দরকার।”
তিনি আরও বলেন, রিভিউয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হয় কিপার ও বোলারকে৷ কারন এই দুই পজিশন থেকে সবচেয়ে ভালো বোঝা যায়৷ আমি একেক সময় একেক জায়গায় ফিল্ডিং করি৷ তারা যদি আমাকে নিতে বলে আমি অবশ্যই নেই৷ তারা সন্দেহ প্রকাশ করলে আমিও সন্দেহে পরি৷
-নট আউট/এমআরএস