03/14/2025 শতক হাকিয়ে বাংলাদেশী বোলারদের প্রশংসা করলেন ম্যাথুস
নিউজ ডেস্ক
১৬ মে ২০২২ ০৪:১১
নিউজ ডেস্ক: নিজেদের দূর্গ পুনঃরুদ্ধারের মিশনে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ৷ ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ১৫ মে (রবিবার) শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে৷ প্রথম টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের চেয়ে দিমুথ করুনারত্নের দল এগিয়ে তা স্কোরবোর্ড দেখলেই যথেষ্ঠ৷
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং করতে নেমে কিছুটা ছন্দছাড়া হলেও সময়ের ব্যবধানে তা পূরণ করে নিয়েছে ঐ ব্যাট হাতেই৷ অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ১১৪ রানের উপর ভর করে প্রথমদিনে দাপট দেখিয়েছে লঙ্কানরা৷ অবশ্য দিনশেষে বাংলাদেশী বোলারদের প্রশংসা করেছেন ম্যাথুস৷
অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, এই পিচে রান করা সহজ হলেও আজ তা মোটেও হয়নি৷ প্রথম থেকে দূর্দান্ত বল করেছে বোলাররা৷ তাদের লাইন লেন্থ যথেষ্ঠ ভালো হওয়ায় সাবলীল খেলা খেলতে কিছুটা সমস্যা হয়েছে৷ এতকিছুর মাঝেও শতক করে অবশ্যই ভালো লাগছে৷
নিজ দল প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, আমাদের একটা বড় জুটি প্রয়োজন ছিল৷ কারন আমরা দ্রুত উইকেট হারাচ্ছিলাম৷ আমি করেছি বা অন্য কেউ করতো৷ তবে তা আমাদের লাগতো৷ না হলে আমাদের বোলারদের জন্য কাজ অনেক কঠিন হয়ে যেত৷
প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান৷ বল হাতে নাইম হাসান তুলেছেন দুই উইকেট৷ তাইজুল ও সাকিবের ঝুলিতে একটি করে উইকেট৷
-নট আউট/এমআরএস