03/15/2025 সঙ্গীদের ভুলে অপরাধী মুমিনুল!
মশিউর রহমান শাওন
১৬ মে ২০২২ ০৪:৫২
মশিউর রহমান শাওন: বাংলাদেশ টেস্ট দলের ম্যাচ চলাকালীন সবচেয়ে বড় ভুল কোনটি? এমন প্রশ্নে উত্তর আসবে বেশ কয়েকটি৷ যদিও ক্রিকেটে কোন ভুলের গুরুত্ব কম নয়৷ ম্যাচে দাপট বজায় রাখতে চাইলে যত কম ভুল করা যাবে ততই দলের জন্য লাভজনক৷ তবে সবকিছুকে ছাড়িয়ে বারবার আলোচনায় রিভিউ সিদ্ধান্ত৷
খুব বেশি দূরে না তাকিয়ে সর্বশেষ আফ্রিকা সিরিজে রিভিউ সিদ্ধান্তে সফলতার হার দেখলে হতাশ না হওয়ার উপায় নেই৷ মাদিবার রাষ্ট্রে লজ্জার রেকর্ড হলেও ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগাতে চেয়েছিল মুমিনুল বাহিনী৷ তবে কাজে লাগানো তো দূর, শিক্ষা যে খুব যত্নসহকারে নিতেই পারেনি তা আরেকবার প্রমাণ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে৷
বাস্তবিক অর্থে টেস্ট ম্যাচের শুরুর চিত্র হয়, প্রথমে ব্যাটিং করা ব্যাটারদের বিপক্ষে দূর্দান্ত বল করছে প্রতিপক্ষ বোলাররা৷ ইনসুইং, আউট সুইংয়ের সংমিশ্রণে ব্যাটারদের বুকে কাপুনি ধরে দেওয়া অন্যতম কাজ দ্রুতগতির বোলারদের৷ তবে এই চিত্রের পুরো উল্টোটা হয় শরিফুল-খালেদদের বেলায়৷
ক্রিকেটে আরেকটি পরিচিত চিত্র আউটের আবেদনে আম্পায়ার একমত প্রকাশ না করলে অধিনায়ক দ্রুত ছুটে আসে উইকেট রক্ষক ও বোলারদের কাছে৷ টেস্ট ক্রিকেটের বেলাতেও ভিন্ন কিছু নয়৷ পরামর্শ নিয়ে সিদ্ধান্তের বিপরীতে আবেদন করেন অধিনায়ক৷ কারন টেস্ট ম্যাচে একটি রিভিউয়ের মূল্য কতটুকু তা বিপদের সময় বুঝতে পারা যায়৷
বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ব্যাট হাতে যেমন ব্যর্থ মুমিনুল হক৷ তেমনি ব্যর্থ সিদ্ধান্তে সফল হওয়ার বেলাতে৷ রান করতে না পারার দোষ যতটা মুমিনুলের, সিদ্ধান্তের ক্ষেত্রে ততটাও নয়৷ গুরুত্বপূর্ণ দুই জায়গা অর্থ্যাৎ উইকেট রক্ষক ও বোলারদের কাছ থেকে যতটা সেরা পরামর্শ পাওয়া যাবে ততটাই সফল হওয়া যাবে৷ এটি শুধু এদেশের নেতার জন্য নয়৷ প্রতিটি নেতার জন্যই প্রযোজ্য৷
শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, রিভিউয়ে সফল হতে আমার সাপোর্ট প্রয়োজন৷ একদিন পরেই পেলেন না সাপোর্ট৷ তাই আরেকবার হলেন ব্যর্থ৷ সমালোচনা শুরু হলো সর্বত্র৷ তবে নিজে থেকে নয় বোলার শরিফুলের কথাতে বিশ্বাস করেই দেখেননি সফলতার মুখ৷ তাই বলা যায় সঙ্গীদের ভুলে অপরাধী মুমিনুল!
-নট আউট/এমআরএস