03/13/2025 প্রত্যাবর্তন রাঙিয়ে রফিক-সাকিবের পাশে নাঈম
ক্রীড়া প্রতিবেদক
১৭ মে ২০২২ ০১:৪৯
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় দেড় বছর আগে৷ মিরাজের ইনজুরি ভাগ্য বদল করে দিয়েছে নাঈম হাসানের৷ শ্রীলংকার বিপক্ষে টেস্ট একাদশে সুযোগ পেয়েই গড়লেন রেকর্ড৷ যে রেকর্ড শুধু রয়েছে মোহাম্মদ রফিক, শাহাদাত হোসেন, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের৷
২০০১ সাল থেকে সাদা পোষাকে লঙ্কানদের বিপক্ষে লড়াই করে ম্যাচ জয়ে যেমন সফলতার হার খুবই সামান্য তেমনি বল হাতেও সফল হয়েছে খুব কম বোলার৷ ক্রিকেটে ৫ উইকেট পাওয়া মানেই আলাদা আনন্দ ৷ টেস্ট ক্রিকেটে আনন্দ আরও বেশি৷ শ্রীলংকার বিপক্ষে উল্লেখিত চার ক্রিকেটারের ঝুলিতে ছিল এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড৷ এবার সেই তালিকায় পঞ্চম বাংলাদেশী হিসেবে যোগ হলেন নাইম হাসান৷
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দুই উইকেট তুলে নেন নাঈম হাসান৷ ম্যাচের দ্বিতীয় দিনে আরও তুলে নেন ৩ উইকেট৷ ক্যারিয়ারে ৩য় বারের মত হলেও শ্রীলংকার বিপক্ষে প্রথমবার এমন কীর্তী এই ডানহাতি অফ স্পিনারের৷
পাঁচ বাংলাদেশী বোলারের মধ্যে দুইবার পাঁচ উইকেট রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের৷ এই দলের বিপক্ষে উইকেট নেওয়ার তালিকায় সবার উপরেও রয়েছেন সাকিব৷
পেসারদের মধ্যে ২৪ উইকেট নিয়ে এক নম্বরে রয়েছেন শাহাদাত হোসেন৷ যিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৩৷ এরপর ৯ বছর কেটে গলেও কোন পেসার যেমন পারেনি রেকর্ড ভাঙতে তেমনি পারেনি ৫ উইকেট নিতেও৷
-নট আউট/এমআরএস