03/13/2025 ম্যাথুসের আক্ষেপের পর বাংলাদেশের দাপুটে লড়াই
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ০৩:৫৩
স্পেশাল করেসপন্ডেন্ট: চট্টগ্রাম টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটিং বীরত্ব পূর্ণতা পায়নি। সোমবার তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে ১৯৯ রানে আউট হয়েছেন তিনি। তবে একটা জায়গায় ইতিহাসে বিরল দুর্ভাগা ম্যাথুস। টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯৯ ও ১৯৯ রানে আউট হওয়ার দুর্ভাগ্যে পুড়েছেন তিনি। তবে তার ব্যাটিংয়েই সাগরিকায় শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছে।
সফরকারীদের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্বস্তি নিয়েই ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছে বাংলাদেশ দল। দুই ওপেনার তামিম ইকবাল ৩৫, মাহমুদুল হাসান জয় ৩১ রানে অপরাজিত আছেন। ৩২১ রানে পিছিয়ে স্বাগতিকরা।
সাগরিকার রান স্বর্গে লঙ্কানদের রান উৎসবটা বড় হতে দেননি নাঈম হাসান। ১৫ মাস পর টেস্টে ফিরে তরুণ এ অফস্পিনার ১০৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এবং ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট পেলেন তিনি।
চা বিরতির পর ব্যাটিংয়ে নামেননি বিশ্ব ফার্নান্দো। হেলমেটে বল লাগায় অবসরে যান তিনি। আসিথা ফার্নান্দোকে নিয়ে ব্যাটিংয়ে নামা ম্যাথুস রান আউট থেকে বেঁচে যান। সাকিবের বলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন, ফিল্ডার বল ফেরত পাঠালেও তা ধরে স্ট্যাম্প ভাঙতে পারেননি এ বাঁহাতি অলরাউন্ডার। ১৭৮ রানে জীবন পান ম্যাথুস।
দলীয় ৩৯০ রানে আসিথা ফার্নান্দোকে বোল্ড করেন নাঈম। তার ৭ রান পর ম্যাথুসকে নিজের ষষ্ঠ শিকারন বানান নাঈম। ১৯৯ রানে কাটা পড়েন এ লঙ্কান ব্যাটসম্যান।
শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে ৬৯ রান যোগ করেছেন তিনি। তাতেই শ্রীলঙ্কার স্কোরটা চারশো ছুঁইছুঁই অবস্থানে গিয়েছে। বিশ্ব ফার্নান্দো অপরাজিত ১৭ রান করেন। বাংলাদেশের সাকিব ৩টি, তাইজুল ১টি উইকেট নেন।
-নট আউট/এমজেএ/এমআরএস