03/14/2025 ৯৯ ও ১৯৯, দুর্ভাগা ম্যাথুস!
নিউজ ডেস্ক
১৭ মে ২০২২ ০৪:১১
নিউজ ডেস্ক: ক্রিকেট সুন্দর, ক্রিকেট আনন্দের, ক্রিকেট বেদনার৷ ক্রিকেটে যেমন রেকর্ড করে উৎযাপনের চিত্র চিরন্তন সত্য, তেমনি খুব কাছে গিয়ে রেকর্ডের প্রশান্তি অনুভব করতে না পারা কষ্টের৷ এই মুহূর্ত্বে বিশ্বক্রিকেটে কোহলির থেকেও বেশি যন্ত্রণা অনুভব করছেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুস তা বলার অপেক্ষা রাখে না ৷
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একাই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে গেলেও শেষ পর্যন্ত সুখকর করতে পারেনি নিজের লড়াইকে৷ নাঈম হাসানের বলে আউট হওয়ার পূর্বে ডাবল শতক পূরণে প্রয়োজন ছিল মাত্র ১ রান৷ ক্রিকেট বিশ্বে একমাত্র খেলোয়াড় যিনি সাদা পোষাকে ৯৯ ও ১৯৯ দুই সংখ্যায় আউট হয়েছেন৷
২০০৯ সালে ভারতের বিপক্ষে ৯৯ রানে আউট হওয়ার পর ২০২২ সালে প্রতিবেশী বাংলাদেশর বিপক্ষে আউট হলেন ১৯৯ রানে৷
তৃতীয় শ্রীলংঙ্কান হিসেবে ১ রানের জন্য ডাবল শতক করতে পারলেন না ম্যাথুস৷ এর আগে ১৯৯৭ ভারতের বিপক্ষে সনাথ জয়াসুরিয়া ও ২০১২ পাকিস্তানের বিপক্ষে কুমার সাঙ্গাকারা করেন ১৯৯ রান৷ শতকের এত কাছে গিয়েও উৎযাপন করতে না পারা সত্যিই বেদনাদায়ক৷
-নট আউট/এমআরএস