03/14/2025 নাঈম-সাকিবদের চাপে পথ হারিয়েছে লঙ্কানরা
নিউজ ডেস্ক
১৭ মে ২০২২ ০৬:৩৩
নট আউট ডেস্ক: প্রথম টেস্টের প্রথম দিন শেষে কোন দল এগিয়ে ছিল তা এখন মোটেও মুখ্য কিছু নয়৷ দ্বিতীয় দিনে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের পরেও সাকিব-নাঈমের কল্যাণে রক্ষা পেয়েছে বাংলাদেশি বোলিং কোচ রঙ্গনা হেরাথের কথা৷ বলেছিলেন ৪০০ এর মধ্যে সফরকারীদের আটকাতে চাই৷ গুরুর কথা রক্ষা করেছেন সকলে মিলে৷
বাংলাদেশ অফ স্পিনার নাঈম হাসানের সফলতার দিনেও ব্যাট হাতে লড়াই করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস৷ তবে কষ্টদায়ক রূপে দেখা গেছে ম্যাথুসের ১৯৯ রানে আউট হওয়া৷ পড়ন্ত বিকেলে তামিম-জয় জুটি আরও স্বস্তি এনে দিয়েছে পুরো দলকে।
প্রথম দিন শেষে ম্যাথুস প্রশংসা করেছিলেন বাংলাদেশের বোলারদের৷ দ্বিতীয় দিনেও তা ছিল ধারাবাহিক৷ বোলারদের দাপটে নিজেরা পথ হারিয়েছে বলে মনে করেন টেস্ট ক্রিকেটে দূর্ভাগা এই ব্যাটার৷
ম্যাথুস বলেন, 'এই উইকেটে এটি পার স্কোর। এটি খুবই ভালো উইকেট। বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। তারা আমাদের কোন সুযোগ দেয়নি, কোনো সহজ রান করতে দেয়নি।
ম্যাথুস মনে করেন, তাদের সব বোলার ভালো করেছে, আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমাদেরকে কষ্ট করে রান নিতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফলও পেয়েছে। আমরা মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি এবং পথ থেকে ছিটকে যাই। আমার মনে হয় আমরা ৫০-৬০ রান কম করেছি।'
-নট আউট/এমআরএস