03/13/2025 ওপেনিংয়ে শতরান, ৫ বছরের অপেক্ষার অবসান তামিম-জয়ের ব্যাটে
নিউজ ডেস্ক
১৭ মে ২০২২ ২০:৫৩
নট আউট ডেস্ক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যতটা মলিন তার থেকেও বেশি অসহায় ওপেনিং জুটিতে৷ টেস্ট ক্রিকেটে দাপট দেখানো দেশগুলোর ওপেনিং জুটি মানেই যেখানে হরহামেশা শত রানের জুটি সেখানে বাংলাদেশের কালে ভদ্রে দেখা মেলে এমন স্বস্তির কিছু৷ ২০১৭ সালে ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটিতে এসেছিল সর্বশেষ শতরান৷ এরপর ৫ বছর ছিল শুধুই অপেক্ষার৷ তবে সেই অপেক্ষার অবসান ঘটেছে শ্রীলংকার বিপক্ষেই৷
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে৷ মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের সকালে নেমে আগের দিনের জুটিকে সহজেই তিন অঙ্কে নিয়ে যান তামিম ও মাহমুদুল হাসান জয়। ২৪তম ওভারে চার মেরে স্কোরবোর্ডে শতরান আনেন তামিম।
সর্বশেষ ৫ বছরে বাংলাদেশ খেলেছে ৩১ টেস্ট৷ ৬২ ইনিংসে ওপেনিংয়ে খেলেছেন সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত। ইনজুরি, অসুস্থতা, ছুটি মিলিয়ে তামিমও অনুপস্থিত ছিলেন কিছু ম্যাচ৷ শেষ পর্যন্ত তরুণ জয়ের হাত ধরে তামিমের দাপটে নতুন প্রাপ্তি বাংলাদেশ শিবিরে৷ এদিকে ঘরের মাঠে তামিমের পূর্ণ হয়েছে ৭হাজার রান৷
গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক হয় জয়ের। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জেতায় অবদান রেখে ওপেনিংয়ে জায়গা করে নেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে চোয়ালবদ্ধ দৃঢ়তায় করেন ১৩১ রান।
এই তরুণ শ্রীলঙ্কা বিপক্ষে ঘরের মাঠে তামিমের সঙ্গী হিসেবে খেলছেন আস্থার সঙ্গে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে বিনা উইকেটে ১৩৩ রান তুলে ফেলেছে বাংলাদেশ।
-নট আউট/এমআরএস