03/14/2025 তামিমের অভাব পূরণে কর্তাদের ভাবনায় বিজয়
নিউজ ডেস্ক
১৮ মে ২০২২ ০২:২৭
বাংলাদেশ ক্রিকেট দলে তামিমের ভূমিকা নতুনভাবে বিশ্লেষণ করার কিছু নেই৷ তবে তর্কের খাতিরে কেউ করলেও সেটি মূখ্য নয়৷ ক্যারিয়ারের শুরু থেকে উত্থান-পতনের সংমিশ্রণে খুঁটি হয়ে সামলিয়েছেন ওপেনিংয়ে গুরু দায়িত্ব৷ তামিম অলিখিতভাবে বিদায় বলছেন সংক্ষিপ্ত ফরম্যাটকে৷ কেন, কি কারনে দেশসেরা ওপেনারের এমন সিদ্ধান্ত তা আপাতত আলোচনা না করলেও চলবে৷ তবে যারা অবগত নয় তাদের জন্য ছোট করে বলাই যায়৷ মূলত অভিমান, সম্মান না পাওয়ার কষ্ট৷
প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করে না৷ ক্রিকেটেও শূণ্য জায়গা পূরণের বিকল্প নেই৷ তাই তামিমের না থাকাতে এনামুল হক বিজয়কে নিয়ে ভাবছেন বিসিবি কর্তারা তা স্পষ্ট জালাল ইউনুসের কথায়৷
বিসিবির গুরুত্বপূর্ণ পদে থাকা জালাল ইউনুস জানান, উইন্ডিজ সফরে টি-টুয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডে রাখা হবে এনামুল বিজয়কে৷
গত কয়েকদিন ধরেই গুঞ্জন উইন্ডিজ সফরের দলই মূলত বিশ্বকাপের দল৷ সেই হিসেব অনুযায়ী বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখা মিলবে বিজয়ের৷
তামিমের অবর্তমানে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি কেউই৷ নাঈম শেখ ধারাবাহিকভাবে রান করলেও অতিরিক্ত বল খেলায় দল পরেছে চাপে৷ সর্বশেষ আফগানিস্তান সিরিজে মুনিম শায়রিয়ারের উপর আস্থা রাখলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এই ডানহাতি ব্যাটার৷ তাই ডিপিএলে দূরন্ত পারফরম্যান্স করা বিজয় পছন্দের তালিকায় সবার উপরেই৷
-নট আউট/এমআরএস