03/13/2025 বৃষ্টি বাধার অবসান, চতুর্থ দিনের খেলা শুরু
নিউজ ডেস্ক
১৮ মে ২০২২ ২০:২৯
বৃষ্টির কারণে চতুর্থ দিন বুধবারের (১৮ মে) খেলা যথা সময়ে শুরু হয়নি। ৩০ মিনিট দেরিতে তথা সাড়ে দশটায় শুরু হচ্ছে চতুর্থ দিনের খেলা। স্থানীয় সময় ৯টা ৪০ মিনিট পর্যন্ত বৃষ্টি ছিল।
ম্যাচের দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেল ও তৃতীয় দিনে ব্যাটারদের দাপটে চালকের আসনে বাংলাদেশ৷ তামিমের শতকের পর ব্যাটিং স্বর্গে রানের ফোয়ারা তুলছেন মুশফিকুর রহিম ও লিটন দাস৷
নিজের পছন্দের মাঠেও ব্যার্থ হয়েছেন কাপ্তান মুমিনুল হক৷ তামিম-জয়ের দূর্দান্ত ইনিংসের পর মাত্র ১ রানে আউট হয়েছিলেন নাজমুল হাসান শান্ত৷
এদিকে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম৷
-নট আউট/এমআরএস