03/14/2025 আশরাফুলকে টপকালেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২২ ২১:৩২
নিজস্ব প্রতিবেদক: বাংলাদোশ ক্রিকেটে শুরুর তারকা মোহাম্মদ আশরাফুলকে টপকালেন পঞ্চপান্ডবের মুশফিকুর রহিম৷ শ্রীলংকার বিপক্ষে এতদিন দেশের হয়ে সর্বোচ্চ রান ছিল অ্যাশের৷ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে অর্ধশতক করে সেই রেকর্ড নিজের করে নিলেন মুশফিক৷
১৩ ম্যাচের ২৬ ইনিংসে আশরাফুলের সংগ্রহ ছিল ১০৯০ রান। চলতি সিরিজের আগে ১০৪৩ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেম মুশফিকুর রহিম। প্রথম টেস্টই অর্ধশতক হাকিয়ে এখন সবার উপরে এই উইকেট রক্ষক ব্যাটার৷
ব্যাট হাতে এক ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন
মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল। । মুশফিকের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২০০ এবং আশরাফুলের ১৯০।
-নট আউট/এমআরএস