03/13/2025 নতুন মাইলফলকে মুশফিক, বাকিদের নেই এমন কীর্তি
নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২২ ২২:০৫
নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের শক্তিমত্তা বিচার করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়৷ বরাবরে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় কেটেছে দুই যুগেরও বেশি সময়৷ তবে মাঝে মধ্যেই খেলোয়াড়রা ব্যাট-বল হাতে গড়েছেন রেকর্ড৷ স্পর্শ করেছেন নতুন নতুন মাইলফলক৷ তেমনি প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে পাঁচ হাজার রান পূর্ণ করলেন মুশফিক৷
আলোচনা-সমালোচনার মধ্যে দিন কাটানো মুশফিক যেন হাফ ছেড়ে বাঁচলেন শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে৷ দীর্ঘ সময় ব্যাটে নেই রান৷ তবে যখন রান পেলেন তখন একসাথে কীর্তী গড়লেন দুইটা৷
শ্রীলংকার বিপক্ষে বর্তমানে সর্বোচ্চ রানের পাশাপাশি ২৬তম অর্ধশতকের পর প্রবেশ করলেন পাঁচ হাজারী ক্লাবে৷ বন্ধু তামিমও খুব কাছে এই রেকর্ডের৷
মুশফিক ভাগ্যবান বলেই এমন কীর্তী করতে পারলেন সবার আগে৷ অথচ গতকাল তামিমের দূর্দান্ত ব্যাটিংয়ের পর পাঁচ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ছিল মাত্র ১৯ রান তখন সবাই হয়তো অপেক্ষায় করেছিল অভিনন্দন জানাতে এমন সময়ে পেশির টানে করতে পারেননি ব্যাটিং৷ এমন মধুর প্রতিযোগীতায় বিজয়ের হাসি মুশফিকের ব্যাটে৷
-নট আউট/এমআরএস