03/15/2025 রিভার্স সুইপের সঙ্গে বিচ্ছেদ, শতক হাকালেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২২ ০১:০৫
নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের শুরু থেকে ভরসার প্রতিক হয়ে রয়েছেন মুশফিকুর রহিম৷ যত অভিজ্ঞ হয়েছেন একদিকে হাসিয়েছেন পুরো দেশকে অপরদিকে রিভার্স সুপাইয়ের প্রেমে হতাশ করেছেন ভক্তদের৷ একটা সময় ছিল যখন মুশফিককে ব্যাট হাতে দেখা ছিল স্বস্তির এখন কিছুটা ভয়ের৷ তবে শ্রীংলকার বিপক্ষে চলমান টেস্টে শতক হাকিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার৷
বাংলাদেশ ইনিংসে যে পথ দেখিয়েছেন তামিম-জয় জুটি সেই দেখানো পথে লিটনকে সঙ্গে নিয়ে এগিয়েছেন মুশফিক৷ বাংলাদেশও নিয়েছে লিড৷ যদিও মাঝের সময় হতাশ করেছেন শান্ত ও কাপ্তান মুমিনুল৷ লিটনের বিদায়ের পর ফিরে এসে তামিম খুলতে পারেননি নতুন করে রানের খাতা, অসময়ে আউট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ তবে থিতু হয়ে মাঠে আছেন মুশি৷
লঙ্কানদের বিপক্ষে টেস্ট শুরুর আগে কোচ রাসেল ডমিঙ্গো মুশফিক প্রসঙ্গে বলেছিলেন, সে রিভার্স সুইপে দক্ষ৷ তবে সেটি খেলতে হবে উপযুক্ত সময়৷ গুরুর কথা মেনে খেলেননি পছন্দের শর্ট৷ যদিও খালি চোখে ছিল অনেক উপযুক্ত সময়৷
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সাদা পোষাকে জয়ের কোন সুখস্মৃতি নেই টিম টাইগারের৷ জয় পেতে মরিয়া পুরো বাংলাদেশ৷ নতুন করে পড়ন্ত বিকেলে গুছিয়ে নেবেন যেমনটা দলের স্বার্থে প্রিয় শর্টকে বাতিলের খাতায় রাখলেন মুশফিক৷
প্রথম টেস্টে বড় মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক৷ প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে করেছেন ৫ হাজার রান৷ এছাড়া আশরাফুলকে টপকিয়ে শ্রীলংকার বিপক্ষে রান সংগ্রাহকের তালিকায় উঠেছেন সবার উপরে৷
-নট আউট/এমআরএস