03/14/2025 সিনিয়রদের মধুর প্রতিযোগিতা জুনিয়রদের অনুপ্রেরণা
মশিউর রহমান শাওন
১৯ মে ২০২২ ০৬:৩৫
বাংলাদেশ ক্রিকেটে ব্যাট হাতে বড় আস্থার নাম তামিম ইকবাল ও মুশফিকুর রহিম৷ ক্যারিয়ারের শুরু থেকেই দলের জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে করেছেন চেষ্ঠা৷ একজন খেলেছেন ভাঙ্গা হাতে আরেকজন পাজরের ব্যাথা নিয়েও বাইশ গজে চালিয়েছেন সংগ্রাম৷ ফল স্বরূপ মিলেছে পঞ্চপান্ডবের খেতাব৷ দুই বন্ধুর মাঝেও চলছে মধুর প্রতিযোগীতা৷ সেই প্রতিযোগিতা নিশ্চই অনুপ্রেরণা দলের তরুণদের জন্য ৷
ভাগ্য নামক বড় শক্তির কারনেই প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম৷ এলিট ক্লাবে প্রবেশের দিনে করেছেন শতক৷ স্টেডিয়ামের প্রেসিডেন্স বক্স থেকে শুরু করে প্রেসবক্সে ছড়িয়ে আনন্দ৷ টেস্টের চতুর্থ দিন শেষে সতীর্থদের নিয়ে কেটেছেন কেক৷ তবে এসব হলেও হতে পারতো তামিম ইকবালের জন্যই৷
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে এলিট ক্লাবে প্রবেশের দৌঁড়ে এগিয়ে ছিলেন মুশফিকুর রহিম৷ তবে ব্যাট হাতে দূর্দান্ত শতকের পর তামিম যখন উৎযাপন থেকে মাত্র ১৯ রান দূরে তখনই পেশির টান ও অতিরিক্ত গরমে মাঠ ছাড়েন তিনি৷ ফলে প্রথম হওয়ার পথে থাকলেও হয়নি শেষ পর্যন্ত৷
কখনো তামিম মুশফিকের আবার মুশফিক তামিমের রেকর্ড ভাঙ্গার চলছে মধুর প্রতিযোগীতা৷ প্রথম বাংলাদেশী হিসেবে মুশফিকের ডাবল শতকের রেকর্ড ভাঙ্গেন তামিম৷ মুশির ২০০ রানের বিপরীতে এই বামহাতি ওপেনার করেন ২০৬ রান৷ পরবর্তীতে আবার মুশফিক ভাঙ্গেন ২০৬ রানের রেকর্ড৷
এমন প্রতিযোগীতায় তরুণরা অনুপ্রাণিত হবেন বলে মনে করেন মুশফিকুর রহিম৷ দেশের ক্রিকেটের স্বার্থে এমন মধুর লড়াই সুখকর প্রভাব ফেলবেন বলে মন্তব্যও করেন এই ব্যাটার৷ স্বপ্নের জায়গা থেকে হয়তো জয়কে বলেছেন পাঁচ হাজার নয়, তোকে করতে হবে দশ হাজার রান৷
দূরন্ত গতিতে টেস্ট সংস্করণে ব্যাট হাতে ছন্দে ছুটছেন তামিম মুশফিকদের চেয়ে অভিজ্ঞতায় তরুণ লিটন দাস৷ এলিট ক্লাবে প্রবেশ করবেন কিনা তা ভবিষ্যতের জন্যই রাখা যাক৷ তবে দৌঁড়ে রয়েছেন কাপ্তান মুমিনুল হক ও সাকিব আল হাসান৷
দিনশেষে সবার কাছে দেশ আগে৷ দেশের ক্রিকেট উন্নতি সকলের কাম্য৷ একদিন থাকবে না পঞ্চপান্ডব৷ তৈরী হবে নতুন জুটি৷ ভালোবাসার বন্ধনে মধুর লড়াইয়ে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশের ক্রিকেট৷
-নট আউট/এমআরএস