03/15/2025 ঝুঁকি আছে, তবুও রিভার্স সুইপ খেলবেন মুশফিক
স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ০৭:৩৮
স্পেশাল করেসপন্ডেন্ট: গত বছর টি-২০ বিশ্বকাপে রিভার্স সুইপ শট খেলে কয়েকবার ইনিংসের মাঝপথে আউট হয়েছেন মুশফিকুর রহিম। আনাড়ি শট খেলে দলকেও বিপদে ফেলেছিলেন। তখন থেকেই তার এই নবীশ আচরণ নিয়ে সমালোচনা বেড়েছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও ৫১ রান করে রিভার্স সুইপ খেলে আউট হন তিনি।
বুধবার সাগরিকায় অষ্টম সেঞ্চুরি করেছেন মুশফিক। ইনিংসে ১০৫ রান করেছেন ২৮২ বলে, মেরেছেন ৪টি চার। ইনিংস জুড়ে কোনো আনাড়ি শট খেলেননি, বিশেষ করে রিভার্স সুইপ খেলতে দেখা যায়নি তাকে।
তবে দিন শেষে বেশ দৃঢ়তার সঙ্গে মুশফিক জানিয়েছেন, ফরম্যাট যাই হোক রিভার্স সুইপ খেলবেনই। এই শটই তার পছন্দের। অবশ্য এটা স্বীকার করেছেন যে, এই শটে ঝুঁকি অনেক। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
বুধবারও মুশফিকের ইনিংসটার ইতি ঘটেছে সুইপ শট খেলতে গিয়ে। এম্বুলদেনিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ তুলতেই মুশফিক বলেছেন, ‘আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে - সুইপ শট খেলে আউট হলেন (হাসি)।’
তিনি আরও বলেন, ‘এটা ডিপেন্ড করে উইকেট কেমন তার ওপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন সেখানে তো আর অন্য শট খেলার কোনো প্রশ্নই উঠে না। আর আমি মনে করি এটা খুব ভাল উইকেট এবং ব্যাটিং বান্ধব উইকেট। এখানে যদি ডিফেন্স ভাল করেন তাহলে স্ট্রেইট ব্যাটে ভাল খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না।’
নিজের দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স সুইপ খেলেছেন বলে সাংবাদিকদের মনে করিয়ে দেন মুশফিক। এবং ভবিষ্যতেও এই শট খেলবেন তিনি।
নিজের ডাবল সেঞ্চুরিগুলোতে রিভার্স সুইপ খেলেছেন জানিয়ে আজ ৩৫ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেন, ‘আর একটা জিনিস বলি, আমি কিন্তু আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফল ভাবে খেলেছি। এটা আমি একটু বলে রাখতে চাই। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন ওই দুটো
দুইশোতে তিন চারটা রিভার্স সুইপ করা আছে। নিশ্চিতভাবে আমি মনে করি এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে হাই রিস্ক শটও। তবুও আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না।’
-নট আউট/এমজেএ/এমআরএস