03/14/2025 শেষ দিনে নতুন স্বপ্ন দেখাচ্ছেন তাইজুল
নট আউট ডেস্ক
১৯ মে ২০২২ ২১:২৫
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট। চারদিনের খেলা শেষে দুই দলের দুই ইনিংস শেষ হয়েছে মাত্র। নাটকীয় কিছু না ঘটলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে এই টেস্ট। আগে ব্যাট করে ৩৯৭ রান করে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪৬৫ রানে। জবাবে ২ উইকেটে ৩৯ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল লঙ্কানরা।
চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ব্যাটার দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিস। এর মধ্যে খালেদ আহমেদের এক ওভারেই টানা তিনটি চার মেরেছেন মেন্ডিস। তাইজুল ইসলামের এক ওভারেও তারা ৯ রান নিয়েছেন। নাঈম হাসানের এক ওভারেও ১২ রান নিয়েছেন মেন্ডিস-করুনারত্নে।
দুইজনই বাংলাদেশের ফিল্ডারদের ভুলে একবার করে জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানে তাইজুল ইসলামের বলে ইন সাইড এজ হয়েও বেঁচে যান মেন্ডিস। কিপার ও ফার্স্ট স্লিপের ফাঁক গলে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। এরপর সাকিব আল হাসানের একটি বল করুনারত্নের ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল। যদিও তা লুফে নিতে পারেননি লিটন দাস।
৪২ বলে ৪৮ রান করা মেন্ডিসকে বোল্ড করে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। এরপর প্রথম ইনিংসে দূর্ভাগা ম্যাথুসকেও ক্যাট আউট করেন এই বোলার৷
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৬৫/১০ (১৭০.১ ওভার) (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮; রাজিথা ৪/৬০, আসিথা ৩/৭২)।
শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস)- ১১০/৪(৩৬ ওভার) (ফার্নান্দো ১৯, করুনারেত্নে ৩৪*, মেন্ডিস ৪৮)
-নট আউট/এমআরএস