03/14/2025 পারলো না বাংলাদেশ, প্রশান্তিহীন তাইজুল
ক্রীড়া প্রতিবেদক
২০ মে ২০২২ ০৩:৪৬
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের বড্ড পরিচিত মুখ তাইজুল ইসলাম৷ সাকিবের পর দেশ ও বিদেশের মাটিতে সেরা এই বামহাতি বোলার৷ তবে মাঝে মধ্যেই বাদ পড়েন দল কম্বিনেশনের কারনে৷ এসব এখন অভ্যাসে পরিণত করে দলের জন্য করছেন নিরলস পরিশ্রম৷ চলমান শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট পাওয়াতে জন্ম দিয়েছে আক্ষেপ৷
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ কিংবা সিরিজ কোন বিচারেই খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের৷ বিজয়ের উৎযাপন বলতে আছে নিজেদের শততম টেস্ট ম্যাচে এই দলের বিরুদ্ধে জয়৷ যা গত ২১ বছরেই একটি৷ ঘরের মাঠে জয়ের খাতা খোলার সুযোগ এসেছিল ৷ সেই স্বপ্ন পূরণের রোমাঞ্চের শুরুটা করলেও শেষ অবধি দলের মত নিজেও থেমেছেন ৷
শ্রীলংকার বিপক্ষে বল হাতে সফল বোলারদের প্রধান সাকিব আল হাসান৷ উইকেট সংগ্রাহকের তালিকায় বাংলাদেশীদের মধ্যে সবার উপরেই এই বিশ্বসেরা অলরাউন্ডার৷ এক মাত্র তার ছিল লঙ্কানদের বিপক্ষে দুইবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড৷ সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এসেছিল তাইজুলের৷ তবে এক উইকেটের জন্য অপেক্ষা আরেকবার বাড়ল এই বোলারের৷
চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিনে তুলেছিলেন এক উইকেট৷ রোমাঞ্চের পঞ্চম দিনে সংগ্রহ আরও তিন উইকেট৷ দূর্দান্ত থ্রোতে করেছেন রান আউট, সাথে তালু বন্দি করেছেন দূর্দান্ত ক্যাচ৷ সব মিলে দারুণ করলেও নতুন ইতিহাস রচনা করতে পারলেন না তাইজুল৷
-নট আউট/এমআরএস