03/14/2025 তাসকিন-শরিফুলের ইনজুরিতে টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজ!
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২২ ০৪:১০
বাংলাদেশ ক্রিকেটে সময়ের পরিক্রমায় বড় আস্থার নাম মুস্তাফিজুর রহমান৷ এই বামহাতি বোলার ফিট থাকবে অথচ দলে থাকবে না এটা কল্পনা করাও হয়তো ক্রিকেটের ক্ষেত্রে পাপ৷ তবে পাপ হলেও সত্যি অস্বীকারের সুযোগ নেই৷ কারন দিন শেষে সাদা পোষাকে খেলতে রাজি নয় এই কাটার মাস্টার৷
করোনাকালীন সময়ে টেস্ট থেকে বিশ্রাম চেয়েছিল ফিজ৷ ক্রিকেটারের স্বার্থে সে চাওয়া মেনে নিয়েছিল ক্রিকেট বোর্ড৷ তাসকিন-শরিফুলের ইনজুরিতে দেশের স্বার্থে বোর্ড মুস্তাফিজকে খেলাতে চায় লাল বলের ক্রিকেট৷ কিন্তু প্রকাশ্যে না বলে কিছুটা সমালোচিত ও চাপের মুখেও রয়েছেন এই বোলার৷ বিসিব প্রধান নাজমুল হাসান পাপন ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পর মুস্তাফিজ ইস্যুতে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু৷
প্রধান নির্বাচক জানান, ‘মুস্তাফিজের সাথে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে রুটিন ডিসকাশন। ঢাকায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল তৈরি করব। তখন এসব নিয়ে আলোচনা করব।’
মূলত শ্রীলংকা সিরিজের আগে তাসকিনের ইনজুরিতে হঠাৎ করে টেস্ট বিষয়ে আলোচনায় আসেন মুস্তাফিজ ৷ গুঞ্জন শোনা গিয়েছিল চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে রাখা হবে কাটার মাস্টারকে৷ তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি৷ দল ঘোষণা করলেও সেই তালিকায় নেই মুস্তাফিজের নাম৷
আসন্ন উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে খেলা হবে না শরিফুলের৷ চট্টগ্রামে ব্যাটিংয়ে আঙ্গুলের চোটে ছিটকে গেছেন বিদেশের মাটির টেস্ট সিরিজ থেকে৷ মুস্তাফিজের টেস্ট খেলা প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল হক কথা বলেছেন সংবাদ সম্মেলনে৷
মুমিনুল বলেন; মুস্তাফিজের বিষয়টাতে বোর্ড সিদ্ধান্ত নেবে। ডিমান্ড বলতে যদি বোর্ড দেয় তাহলে অবশ্যই খেলবে। মূলত দেখতে হবে মুস্তাফিজ লাল বলে কতদিন খেলেছে। এখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে। কতদিন খেলছে না খেলছে। আর ফিটনেসের একটা ইস্যু থাকে। এখন যদি ওকে দরকার হয় তাহলে অবশ্যই খেলবে। দেখেন আমাদের ফ্রণ্টলাইনার দুটো পেইসার নেই, শরিফুল তাসকিন। যদি প্রয়োজন হবে তবে অবশ্যই সে খেলবে।
দলের সার্বিক পরিস্থিতি অনুযায়ী ধরে নেওয়া যায় উইন্ডিজ সিরিজে টেস্ট স্কোয়াডে দেখা যেতে পারে মুস্তাফিজকে৷ বর্তমান সময়ে পেসারদের মধ্যে মুস্তাফিজ, তাসকিন ও শরিফুলের প্রতি একটু বেশি আস্থা ম্যানেজম্যান্টের৷ একসঙ্গে তিনজনকে ছাড়া দল সাজানোর পরিকল্পনা করা হয়তো কর্তাদের জন্য কষ্টকর৷ কারন দল যখন উইন্ডিজ তখন দূর্বল পরিকল্পনায় সফলতা সম্ভব নয়৷
-নট আউট/এমআরএস