03/14/2025 ফিরে আসার আগেই ছিটকে গেলেন আর্চার
নিউজ ডেস্ক
২০ মে ২০২২ ১০:৫০
নিউজ ডেস্ক: ইংল্যান্ডকে প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস হলেও কিছুটা নিরবে সবাইকে হাসানোর কাজটা করেছিলেন জোফরা আর্চার৷ তার করা দূর্দান্ত সুপার ওভারে বিজয়ের হাসি হাসে ইংলিশরা৷
দীর্ঘসময় মাঠের লড়াইয়ে দেখা যায় না এই ফাস্ট বোলারকে৷ এর নেপথ্যে রয়েছে মূলত ইনজুরি৷ টানা ইনজুরিতে ফিরে আসার আগেই ছিটকে গেলেন এই দ্রুতগতির বোলার৷ এবারের মৌসুমে ইংলিশদের জার্সিতে আর ফেরা হচ্ছে না আর্চারের।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, পরীক্ষায় কোমরের চোট ধরা পড়ায় ইংল্যান্ড ও সাসেক্সের পেসার জোফরা আর্চার এই মৌসুমে আর খেলতে পারবেন না। আর্চারের পিঠের নীচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে।
তিনি কবে ফিট হয়ে ফিরতে পারবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। বোঝাই যাচ্ছে, আবার বড়সড় চোট পেয়েছেন। সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে আর্চারের।
২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার। কনুইয়ের চোট কাটিয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতার মধ্যে দিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার মাঝেই পড়েছেন চোটে!
-নট আউট/এমআরএস