03/14/2025 পবিত্র হজ পালনে ক্রিকেট থেকে ছুটি নিলেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২২ ১৮:০৯
নিজস্ব প্রতিবেদক: `আমি যখন সকালে অনুশীলনে যাই তখন আপনাদের অনেকে ঘুম থেকে উঠে না' আমি কি করি অবশ্যই আল্লাহ তা দেখেন৷ তার ফল কিছুটা হলেও পাই৷ কথাগুলো সাংবাদিকদের আরও গুছিয়ে বলেছিলেন মুশফিকুর রহিম৷ তবে সেই গোছালো পথে আমরা না হেটে সম্মানের সাথে শ্রদ্ধা জানাতেই পারি এই ব্যাটারকে৷ দেশের প্রতি আপ্রাণ চেষ্ঠাতেও নিজ ধর্ম পালনে কখনো উদাসীন দেখা যায়নি মুশিকে৷
একজন পরিশ্রমী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে আলাদা কদর রয়েছে মুশফিকুর রহিমের৷ দেশের ক্রিকেটের অধিকাংশ সফলতার স্মৃতিতে জড়িয়ে রয়েছে এই ক্রিকেটারের নাম৷ তবুও সব সময় কিছুটা অবজ্ঞা লেগেই থাকে ৷ গুঞ্জন উঠে ছেটে ফেলার৷ সব মিলে মানসিক অবসাদ প্রবল ভাবেই জেগে ওঠেছিল৷ তবে শ্রীলংকার বিপক্ষে শতক হাকিয়ে তিনি সব সমালোচনা বন্ধ করতে না পারলেও ভক্তরা পেয়েছে সুখবর৷ চলতি বছর হজ্জ পালনে মুসমানদের প্রিয় মক্কা নগরীতে যাবেন এই উইকেট রক্ষক ব্যাটার৷
উইন্ডিজ সফরে মুশফিকের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন; তিনি বলেন, “হজ্জ করতে যাওয়ায় বিষয়টি মুশফিক ইতিমধ্যেই জানিয়েছে বোর্ডকে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিককে পাওয়া যাচ্ছে না।”
দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ খেলতে ৬ জুন ঢাকা ত্যাগ করবে টিম বাংলাদেশ। ১৬ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হবে টাইগারদের এই সফর।
ইনজুরির কারণে ছিটকে গেছেন তাসকিন ও শরিফুল। সেই তালিকায় যুক্ত হতে চলছে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। অবশ্য চোটের কারণে না, উক্ত সময়ে হজ্জ করতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা মিলবে না মুশফিকের।
-নট আউট/এমআরএস