03/14/2025 ব্যক্তিগত অনুশীলনে মিরপুরে সাকিব
নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২২ ০৩:২৮
নিজস্ব প্রতিবেদক: সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করা সহজ, সাথে সহজ দেশদ্রোহী খেতাব দেওয়া৷ কারন এসবের জন্য সাকিব নিজেই রাস্তা তৈরী করেন আবার নিজের প্রতি সমস্ত প্রশংসা টেনে নিতে নিজেই অনন্য কিছু করেন৷
ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ শুরুর আগে দুই দিনের যৌক্তিক ছুটি৷ এরপর দেশে ফিরে যখন করোনা শনাক্ত হলেন তখন চারিদিকে যেন ঘোর অন্ধকার৷ আরেকবার খুব কাছে এসেও টেস্টে সাকিবকে না পাওয়ার শঙ্কা৷ তবে ম্যাচ শুরুর মাত্র দুইদিন আগে স্বস্তির খবরে হাফ ছেড়ে উঠেন ম্যানেজম্যান্ট৷ সাকিবের সুস্থতায় ফুরফুরে মেজাজে পুরো দল যখন তখন বিশ্বসেরা অলরাউন্ডারকে দিতে হবে স্বাভাবিকভাবেই ফিটনেস টেস্ট৷ দিয়েছেন ব্যাট হাতে সমস্তকিছুর পরীক্ষা, মাঠে বল হাতে দেখিয়েছেন চমক৷ শতক কিংবা পাঁচ উইকেট না নিলেও এসেছেন খবরের পাতায়৷ কারন নিজেকে দেখিয়েছেন একজন চায়নাম্যান হিসেবে৷
চট্টগ্রাম থেকে দুই দল ঢাকা ফিরেছেন গতকাল৷ বিশ্রামে কাটাতে আজ ছিল না কোন অনুশীলন৷ তবে সবক্ষেত্রে ব্যতিক্রমী সাকিব নিজেকে আলাদা করলেন আরেকবার৷ ইনডোরে অনুশীলন করতে পা রেখেছেন মিরপুরে৷
সাকিব আল হাসান নামটির সাথে জড়িয়ে রয়েছে বাংলার ক্রিকেটের সংমিশ্রণ৷ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত দাপটের সাথে চালিয়ে যাচ্ছেন তিন ফরম্যাট৷ আন্তর্জাতিক লড়াইয়ে দুই যুগের বেশি সময় হলেও এক সাকিবকে ছাড়া এখনো দল সাজাতে সমস্যায় পড়ে পুরো ম্যানেজম্যান্ট৷ সবার উপস্থিতিতেও সাকিবকে ছাড়া বড্ড অচেনা টাইগার একাদশ৷
-নট আউট/এমআরএস