03/13/2025 মিরপুরে সাকিবের রাজত্ব, ধারের কাছে নেই সফরকারী বোলার
নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২২ ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বড় তারকা সাকিব আল হাসান৷ বল হাতে যে কোন ব্যাটারের জন্য ভয়ের কারন হয়েছিলেন তরুণ বয়সে৷ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত দাপটের সাথেই লড়ছেন লাল সবুজের পতাকার জন্য৷ মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে বল হাতে সবার সেরা সাকিব৷
বাংলাদেশ হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট হয় ২০০৭ সালে৷ এই মাঠে এখন পর্যন্ত ১৮ টেস্টের ৩০ ইনিংসে ৬৩টি উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান৷ দ্বিতীয় অবস্থানে রয়েছেন ১০ টেস্টের ১৯ ইনিংসে ৫৪ উইকেট নেওয়া তাইজুল ইসলাম৷ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ রয়েছেন তৃতীয় অবস্থানে৷ এই অফ স্পিনার ৭ ম্যাচের ১৩ ইনিংসে নিয়েছেন ৪১ উইকেট৷
উইকেট সংগ্রহের তালিকায় চতুর্থ ও বিদেশি বোলারদের মধ্যে সফলতার শীর্ষে রয়েছেন ভারতের পেসার জহির খান৷ ২ টেস্টের ৪ ইনিংসে নিয়েছেন ১৭ উইকেট৷ জহিরের পরের অবস্থানে রয়েছেন পাকিস্তানের সাজিদ খান৷ ১ টেস্ট খেলে এই বোলারের ঝুলিতে রয়েছে ১২ উইকেট৷
সাকিবের এমন দূর্দান্ত বোলিং স্বস্তিতি দলের জন্য৷ সাকিবের দাপুটে বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের লঙ্কান বধের গল্প লিখতে পারে মুমিনুল বাহিনী৷
নট আউট/এমআরএস