03/15/2025 স্কুল ক্রিকেটে সাকিবের বিধ্বংসী বোলিং
মশিউর রহমান শাওন
২৪ মে ২০২২ ০০:৩৪
মশিউর রহমান শাওন: জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২ বিভাগীয় পর্যায়ের ফাইনালে রংপুর ক্রিকেট গার্ডেনে বিধ্বংসী বোলিং করেছেন ইয়াসিন আরাফাত সাকিব৷ রংপুর ও লালমনিরহাটের মধ্যকার ফাইনাল ম্যাচে বাম হাতের স্পিন ভেলকিতে রংপুর একাদশের হয়ে তুলেছেন ছয় উইকেট৷ সাকিবের দূর্দান্ত বোলিংয়ে লালমনিরহাট অলআউট হয়েছে মাত্র ১০০ রানে৷
রংপুরের ক্রিকেটারদের প্রাণকেন্দ্র ক্রিকেট গার্ডেনে ইয়াসিন আরাফাত সাকিবের বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে৷ এছাড়াও সকলেই অবাক পানে তাকিয়ে ছিলেন সাকিবের বোলিং অ্যাকশন ও রিভিউ আবেদনে৷ কি কারনে রংপুরের হারাগাছে বেড়ে ওঠা দশম শ্রেণীতে পডুয়া সাকিবের প্রতি সকলের এমন আকর্ষণ তা দূর থেকে জানতে চাইলে এক কথায় বলা যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কার্বন কপি রংপুরের সাকিব৷
বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাকিব নট আউট বিডিকে নিজের অ্যাকশন প্রসঙ্গে বলেন, বাংলাদেশ ক্রিকেটে সাকিব ভাইকে অনুসরণ করার চেষ্ঠা করি৷ ওনার অ্যাকশন ভালো লাগে৷ সেই অ্যাকশনে আমি বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করি৷
ম্যাচে দূরন্ত বোলিং প্রসঙ্গে সাকিব বলেন, ম়্যাচে চেষ্ঠা থাকে ভালো কিছু করার৷ আমি যখন বোলিং করি তখন মাঠে থাকা সকলে ও কোচ অনেক উৎসাহ দেয়৷
রংপুর জেলা কোচ নাজিম আহমেদ মুন্নার সাকিব প্রসঙ্গে নট আউট কে বলেন, সাকিবের বয়স যখন ৯ তখন থেকেই সে নিয়মিত অনুশীলন করে৷ বিভাগীয় অনুর্ধ্ব-১৪ দলে দুই বছর খেলার পর অনুর্ধ্ব-১৬ দলে স্কিল উন্নতিতে কাজ করেছে৷ আমরা সকলেই আশা করি সাকিব একদিন জাতীয় পর্যায়ে খেলবে৷
সাকিব প্রসঙ্গে স্থানীয় খেলোয়াড় তারিকুল ইসলাম শুভ বলেন, সাকিব অল্প বয়সে দলে নিজের প্রয়োজন বুঝতে শিখেছে৷ তাকে সঠিক পরিচর্চায় এগিয়ে নিলে একদিন সেও রংপুরের সন্তান নাসির আকবরের মত দেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করতে পারবে৷
এক বছর বিরতির পর গত ৫ এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবার কমেছে স্কুল সংখ্যা। ৩৪৮ স্কুলের প্রায় সাড়ে ৭ হাজার ক্রিকেটারের অংশগ্রহণে হচ্ছে এবারের আসর।
-নট আউট/এমআরএস