03/13/2025 লিটন-মুশির জোড়া শতকে, বাংলাদেশের দিন!
নট আউট ডেস্ক
২৪ মে ২০২২ ০৪:১৫
নট আউট ডেস্কঃ খেলা দেখতে দর্শকরা তখনও ঠিকভাবে নিজেদের আসনটা খুঁজে পায়নি কিংবা খুঁজে পেলেও ধুলোপড়া সেই চেয়ার মুছতে ব্যস্ত সময় পার করছেন। ততক্ষণে বাংলাদেশের প্রথম ইনিংসের অর্ধেকটাই শেষ। এমনটাই হয়েছে আজ ঢাকা টেস্টের প্রথম দিনে। এদিন মিরপুর শের-ই বাংলায় টস জিতে অনুমেয়ভাবেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু তখনো কি কেউ আঁচ করতে পেরেছিল কি ঝড়টা আসতে চলছে বাংলাদেশের উপর দিয়ে। দিনশেষে অবশ্য লিটন-মুশফিকের কল্যানে হাসিমুখেই বাড়ি ফিরেছেন দর্শকরা। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ, দিনশেষ করেছে ২৭৭ রান তুলে। ষষ্ঠ উইকেটে লিটন-মুশফিল মিলে গড়েন অবিচ্ছিন্ন ২৫৩ রানের জোট।
টস জিতে মুমিনুলের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি ভুল! এমন প্রশ্নে যাওয়াটা এখন নিছক বোকামিই বলা চলে। তবে দিনের শুরুতে টাইগার টপ অর্ডারের উপর যেই ধ্বংসলীলা চালিয়েছেন দুই লঙ্কান পেসার কাসিন রাজিথা ও আসিথা ফার্নেন্দো। তাতেই জেগেছিল শঙ্কা। দিনের খেলা এক ঘণ্টা না পেরোতেই সাজঘরে ফিরেন ৫ ব্যাটার! সর্বসাকুল্যে তুলতে পারেন মাত্র ২৪ রান। এর মাঝে আবার দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসান খুলতেই পারেননি রানের।
২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে যখন বাংলাদেশ, তখন ক্রিজে আসেন লিটন দাস। ধ্বংসাত্মক হয়ে উঠা লঙ্কান বোলারদের কোন মতে সামলে মুশফিকুর রহিমকে নিয়ে পার করে দেন দিনের প্রথম সেশনটা। এই দু'জনের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করে বাংলাদেশ। লিটন-মুশফিকের দৃঢ়তায় অবশ্য লাঞ্চের আগে আর উইকেট হারায়নি বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরেই দু'জন মিলে পূর্ণ করেন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর সময় যত গড়িয়েছে ধারালো হয়েছে লিটনের ব্যাট, বাদ যায়নি মুশফিকুর রহিমও।
চট্টগ্রাম টেস্টেও দলের বিপর্যয়ে হাল ধরা এই দু'জন এদিনও গড়েন শতাধিক রানের জোট। এই নিয়ে এই দু'জন চার বার পার করেন শত রানের গণ্ডি। ৮ চারে ৯৬ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। অবশ্য এর আগে ব্যক্তিগত ৪৭ রানে একবার ক্যাচ দিয়েও জীবন পান লিটন। লিটনের পরপরই ১১২ বলে অর্ধশতক পূর্ণ করেন মুশফিকও।
জীবন পাওয়া লিটন এরপর আর পেছনে তাকাননি। হাফ সেঞ্চুরি পূর্ণ করেই দ্রুত তুলতে থাকেন রান। চা বিরতিতে যাওয়ার আগেও এই জুটিতে টলাতে পারেনি লঙ্কান বোলালর। চা বিরতি থেকে ফিরেই লিটন ছুঁয়ে ফেলেন টেস্টে নিজের তিন নম্বর শতকটা। প্রথম পঞ্চাশ পেরোতে এদিন বেশ সময় নিলেও, লিটনের দ্বিতীয় পঞ্চাশ এসেছে মাত্র ৫৩ বলেই। ফলে ১৩ চারে ১৪৯ বল মোকাবিলা করেই শতকের দেখা পান দেশের বর্তমান সময়ের সেরা ব্যাটার।
এদিকে দিনের শুরু থেকেই রয়েসয়ে ব্যাট করা মুশফিকও ছুটছিলেন শতকের দিকেই। মাঝেই লিটনের সঙ্গ গড়েন রেকর্ডময় দুই শতাধিক রানের জোট। গোধূলি লগ্নে এসে মুশফিকও ছুঁয়ে ফেলেন কাঙ্খিত সেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার। তাতেই চট্টগ্রাম টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টেও শতক হাঁকানোর কীর্তি গড়েন এই তারকা। এর আগে ২০১০ ইংল্যান্ডের বিপক্ষে তামিম ও ২০১৮ সালে এই লঙ্কানদের বিপক্ষেই ব্যাক টু ব্যাক শতক হাঁকিয়েছিলেন মুমিনুল হক।
দিনশেষে এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ২৫৩ রানের জুটি ভাঙতে পারেনি শ্রীলঙ্কা। দিনশেষ করার আগে ক্যারিয়ার সেরা ইনিংসে লিটন দাস অপরাজিত আছেন ১৩৫ রান করে। অন্যদিকে ১১৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। লঙ্কানদের পক্ষে কাসুন রাজিথা ৩টি ও আসিথা ফার্নান্দো নেন ২টি উইকেট।