03/13/2025 সুস্থ আছেন মেন্ডিস, ফিরছেন টিম হোটেলে
নিউজ ডেস্ক
২৪ মে ২০২২ ০৮:৩৬
নিউজ ডেস্ক: বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে বুকে ব্যাথা নিয়ে মাঠ ছেড়েছিলেন লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিস৷ দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে৷ হাসপাতালে পর্যবেক্ষণ শেষে টিম হোটেলে যোগ দিয়েছেন মেন্ডিস৷ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে৷
বিপর্যস্ত বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩ তম ওভারে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো কুশল বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন।
মেন্ডিসের শারীরিক সমস্যা প্রসঙ্গে লঙ্কান কোচ সিলভারউড বলেন, শারীরিক ভাবে সুস্থ আছে কিনা তা জানতে কিছু পরীক্ষা করা হয়েছে৷ আশা করি সে দ্রুত ঠিক হয়ে যাবেন এবং আমাদের সাথে হোটেলে ফিরে আসবেন।
-নট আউট/এমআরএস