03/14/2025 প্লে-অফে গুজরাটের বিপক্ষে রাজস্থানকে এগিয়ে রাখছেন ভেট্টরি
নট আউট ডেস্ক
২৪ মে ২০২২ ১৯:০৭
নট আউট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্বের খেলা শেষ। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই টেবিল টপার গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। এই লড়াইয়ে ড্যানিয়েল ভেটরি এগিয়ে রাখছেন রাজস্থানকে।
মূলত বোলিং ইউনিটের কারণেই ভেটরির দৃষ্টিতে রাজস্থান এগিয়ে। রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ বোলাররা দলটিকে বাড়তি সুবিধা দেবেন বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক এই বাঁহাতি স্পিনার।
এ প্রসঙ্গে ভেটরি বলেছেন, 'আমি অশ্বিন-চাহাল জুটিকে ভালবাসি। রাজস্থানকে মাঝের দিকের ওভারগুলোতে এই দুই বোলারই এগিয়ে রাখে। ওদের জন্যই আমার মনে হয় রাজস্থান এগিয়ে থাকবে। এ ছাড়াও তাদের রয়েছে ট্রেন্ট বোল্ট। গুজরাটের বোলিং লাইন-আপ নিয়ে কিছু বলার নেই। আমার মতে রাজস্থান একটু হলেও এগিয়ে থাকবে।'
১৪ ম্যাচে ২৬ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি চাহাল। এ ছাড়া অশ্বিন নিয়েছেন ১১ উইকেট। দুজনই ইকোনোমির দিক দিয়ে যেকোনো বোলারদের চেয়ে এগিয়ে। দলটির পেসার ট্রেন্ট নিয়েছেন ১৩ উইকেট।
এবারের আইপিএলে গুজরাট সবার আগেই প্লে-অফ নিশ্চিত করে। পয়েন্ট তালিকার এক নম্বরে থেকে প্লে অফে পৌঁছেছে তারা। দলটির প্লে অফে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় অবদান তাদের বোলারদেরই।
-নট আউট/এমআরএস