03/13/2025 বাংলাদেশে শৃঙ্খলা ভঙ্গ, দেশে ফিরতে হলো লঙ্কান ক্রিকেটারকে
নিউজ ডেস্ক
২৪ মে ২০২২ ২৩:১৫
নিউজ ডেস্ক: শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশ্রকে। সফরে তার আচরণ নিয়ে উঠেছে অভিযোগ।
শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াডে আছেন এই তরুণ ব্যাটার। তবে চট্টগ্রাম টেস্টের পর নেই ঢাকা টেস্টের একাদশেও। ফলে টেস্ট অভিষেকের অপেক্ষা বেড়েছে আরও।
ইতোমধ্যে শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা মিশ্র দেশে ফিরে যাচ্ছেন দ্রুতই। দলের আগেই দেশে ফিরবেন, আর এরপরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আর সেই তদন্তের ভিত্তিতেই তার বিরুদ্ধে পরবর্তী শাস্তি ঘোষণা করবে লঙ্কান বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে এসএলসি।
-নট আউট/এমআরএস