03/13/2025 টাইগারদের নিষ্প্রাণ বোলিংয়ে ছুটছে শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
২৫ মে ২০২২ ০১:৪৫
নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টের প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও দাপট দেখায় লঙ্কান পেসাররা। দিনের শুরুতেই আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসকে ফেরান কাসুন রাজিথা। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৪১ রান করে ফিরেন লিটন। এরপর একই ওভারে ফেরান মোসাদ্দেককে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন রাজিথা। দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। দু'জন মিলে গড়েন ৪৯ রানের জোট। মাঝে দেড়শ রানের ইনিংস খেলেন মুশফিক।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ফের জোড়া উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নেন্দোর শিকার হয়ে ফিরেন তাইজুল ইসলামা (১৪) ও খালেদ আহমেদ (০)। ৯ উইকেট হারিয়ে ৩৬১ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি টাইগারদের ইনিংস। এবাদত রান আউটে কাটা পড়লে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে।
২১ চারে ৩৫৫ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার পক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে কাসুন রাজিথা নেন পাঁচটি উইকেট। আসিথা ফার্নেন্দোর শিকার চারটি উইকেট।
৩৬৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে, ইনিংসের প্রথম ওভারেই ওশাদা ফার্নেন্দোর উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া দিলেও, রিভিউ নিয়ে এই যাত্রায় বেঁচে যান ফার্নেন্দো। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লঙ্কানদের। ওয়ানডে মেজাজে খেলে দ্রুতই রান তুলতে থাকেন দুই লঙ্কান ওপেনার ওশাদা ফার্নেন্দো ও দিমুথ করুনারত্নে। উদ্বোধনী জুটিতেই দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট।
টাইগার কাপ্তান মুমিনুল হক পাঁচ বোলার ব্যবহার করলেও, কেউই পারেননি লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙতে। চা বিরতিতে যাওয়ার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ওপেনার ওশাদা ফার্নেন্দো। শেষ পর্যন্ত বিনা উইকেটে ৮৫ রান তুলে চা বিরতিতে যায় সফরকারীরা।
-নট আউট/টিএ